X

করোনার বিস্তার রোধে ১৭ সদস্যের জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি গঠন

প্ল্যাটফর্ম নিউজ

রবিবার, ১৯ এপ্রিল ২০২০

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় বাংলাদেশের করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর প্রেক্ষিতে উদ্ভুত চ্যালেঞ্জ মোকামেলার লক্ষ্যে ১৭ জন বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় টেকনিকাল পরামর্শক কমিটি গঠন করেছে। জাতীয় টেকনিকাল পরামর্শক কমিটির সভাপতি পদে রয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. এ কে আজাদ খান, প্রফেসর ডা. শাহলা খাতুন, প্রফেসর ডা. মাহমুদ হাসান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত, প্রফেসর ডা. ইকবাল আর্সলান, প্রফেসর ডা রওশন আরা বেগম, ডা. শামস এল আরেফিন, প্রফেসর ডা. খলিলুর রহমান, প্রফেসর ডা. তারিকুল ইসলাম, প্রফেসর ডা. হুমায়ন সাত্তার, প্রফেসর ডা. মো. গোলাম মোস্তফা, প্রফেসর ডা. মাহমুদুর রহমান এবং প্রফেসর ডা. মো. আব্দুল মোহিত।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে সরকারকে কভিড-১৯ প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান করা, হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান, যেসব চিকিৎসক স্বাস্থ্য সেবাদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে পরামর্শ প্রদান, স্বাস্থ্য সেবাদানকারী চিকিৎসকসহ অন্যান্যদের উৎসাহ প্রদানে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান, কভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়ে পরামর্শ দান। এছাড়াও আদেশে বলা হয়েছে গত ২৮ মার্চ ৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত কমিটি্র এক বা একাধিক সদস্যের সঙ্গে এ কমিটি প্রয়োজনে মতবিনিময় করতে পারবে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। দেশের প্রথিতযশা চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই কমিটি বাংলাদেশের এই দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা যায়।

নিজস্ব প্রতিবেদক/ তাহিয়া তাসনিম

Rapid News:
Related Post