X

করোনামুক্ত ঘোষিত হল দ্বীপ রাষ্ট্র ফিজি

প্ল্যাটফর্ম  নিউজ, ৫ মে ২০২০, শুক্রবার

অবশেষে নিজেদের করোনা মুক্ত ঘোষণা করল দ্বীপ রাষ্ট্র ফিজি। করোনা আক্রান্ত সর্বশেষ রোগী পুরোপুরি সুস্থ হওয়ার পর শুক্রবার ফিজিকে কোভিড-১৯ মুক্ত দেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

ওশেনিয়া মহাদেশে অবস্থিত ফিজি দ্বীপপুঞ্জের জনসংখ্যা মাত্র ৯ লাখ ৩০ হাজার। মার্চের মাঝামাঝি সময়ে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় সেখানে। অবাক করা হলেও সত্য কঠোর আইসোলেশন ব্যবস্থা এবং সীমান্তে ফলে মাত্র ১৮ জনের মধ্যে করোনা ছড়ায়।

দেশটির করোনা জয়ের পিছনে কঠোর পরিশ্রম, প্রার্থনা ও বিজ্ঞানের অবদান আছে বলে বলছেন প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বেনিমারাম। তিনি জানান, শেষ যে রোগী ছিলেন তিনিও করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তিনি আরো বলেন,

“আমাদের সাফল্য শতভাগ, দেশটিতে করোনায় কারো মৃত্যু হয় নি।”

Anisur Riad:
Related Post