X

কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে অত্যাধুনিক সেল সেপারেটর মেশিন সংযোজন

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে নভেম্বর, ২০২০, বৃহস্পতিবার

সম্প্রতি কক্সবাজার পৌরসভার অনুদানে মেয়র মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সেল সেপারেটর মেশিন।

কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে সেল সেপারেটর মেশিন সংযোজনের অনুষ্ঠানের এক পর্যায়ে

আজ ২৬শে নভেম্বর, ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালে সেল সেপারেটর মেশিনটির উদ্বোধন করেন কক্সবাজারের স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব জনাব হেলাল উদ্দিন আহমেদ। উদ্বোধনের পর ব্লাড ব্যাংকের ইন-চার্জ হিসেবে ডা. এস এম শাহেদুল ইসলাম সেল সেপারেটর মেশিনটির কার্যক্রম সম্পর্কে বর্ণনা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে সেল সেপারেটর মেশিন সংযোজন অনুষ্ঠানের এক পর্যায়ে

মূলত, রক্ত পরিসঞ্চালন ছাড়াও রোগের প্রকারভেদ অনুযায়ী প্রায়ই রোগীর জন্য রক্তের বিভিন্ন উপাদান যেমন প্লাজমা, প্যাকড সেল (লোহিত ও শ্বেত কণিকা), প্ল্যাটিলেট (অণুচক্রিকা) পৃথকভাবে প্রয়োজন হয়ে থাকে। তেমনই বর্তমানের কোভিড-১৯ রোগের চিকিৎসায় অন্যতম প্রস্তাবিত চিকিৎসা পদ্ধতি প্লাজমা থেরাপি কিংবা থ্যালাসেমিয়ার মতো রোগের ক্ষেত্রে যেখানে প্যাকড সেল এর দরকার পড়ে সেখানে এই সেল সেপারেটর মেশিনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই হাসপাতালটিতে এই অত্যাধুনিক সেল সেপারেটের মেশিনের সংযোজন হাসপাতালের সেবার মানকে কয়েক গুণ ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মো. কামাল হোসেন, পৌরসভার মেয়র জনাব মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিক উস ছালেহীন, জনাব ডা. মহিউদ্দিন মো. আলমগীর এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

হৃদিতা রোশনী:
Related Post