X

ওসি সাজলেন রোগী, ভুয়া চক্ষু চিকিৎসক আটক!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত শুক্রবার রাতে মো. মোজাম্মেল হক নামের এক ভুয়া চক্ষু চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন চৌধুরী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ওই ভুয়া চিকিৎসক ১৪ বছর ধরে চিকিৎসার নামে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাঁর ভুল চিকিৎসায় অনেকেই অন্ধ হয়ে গেছে।

এসব অভিযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম নিজে রোগী সেজে গত শুক্রবার সন্ধ্যার পর উপজেলার পৌর বাজারের গোহাটায় ওই ভুয়া চিকিৎসকের চেম্বারে যান। এ সময় তিনি কিছু না জেনেই একটি ড্রপ এনে ওসির চোখে দেওয়ার চেষ্টা করেন। তখন ওসি সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে ওই চিকিৎসক সেসব দেখাতে ব্যর্থ হন। এ অবস্থায় চেম্বারে থাকা সিল, প্যাডসহ নানা জিনিস জব্দ করে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চিকিৎসককে কারাদণ্ড দেওয়া হয়।

ওয়েব টিম:
Related Post