X

এ পর্যন্ত চট্টগ্রাম জেলার কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

প্ল্যাটফর্ম নিউজ,
শুক্রবার, ১ মে, ২০২০

গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় কোভিড-১৯ এ নতুন করে শনাক্ত হয়েছেন ৪ জন, আরোগ্য লাভ করেছেন ৩ জন। গত ২৯ এপ্রিল পর্যন্ত BITID হতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলাটিতে মোট শনাক্ত রোগী ৭২ জন, মোট মৃতের সংখ্যা ৬ জন এবং সুস্থ হয়েছেন মোট ১৬ জন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করেন। জেলাটিতে আক্রান্ত ৭২ জনের মধ্যে ৫৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। বয়সভিত্তিক পরিসংখ্যানের হিসেবে দেখা যায়,

০-১০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ০২ জন
১১-২০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ০৪ জন
২১-৩০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ১৯ জন
৩১-৪০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ১১ জন
৪১-৫০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ২২ জন
৫১-৬০ বছর বয়সী আক্রান্ত ব্যক্তি- ০৬ জন এবং
৬০ বছর এর বেশি বয়সী (ষাটোর্ধ্ব) আক্রান্ত ব্যক্তি আছেন- ০৮ জন

এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চট্টগ্রাম মহানগর এলাকায় আক্রান্ত হয়েছেন ৪৫ জন এবং উপজেলাগুলোতে মোট শনাক্তকৃত ব্যক্তি ২৭ জন। উপজেলাগুলোয় আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ৩ জন, পটিয়ার ২ জন এবং বোয়ালখালী, আনোয়ারা, চন্দনাইশ, ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীতে ১ জন করে আছেন।

সিভিল সার্জন কার্যালয়ের সূত্রমতে, জেলাটিতে বর্তমানে আইসোলেশনে আছেন ৪৮ জন, হোম কোয়ারেন্টাইনে আছেন ১৯৪ জন এবং জেলাটিতে কেউ বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেই।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post