X

এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা চালু

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুলাই, ২০২০, সোমবার

রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত এম এইচ শমরিতা হাসপাতালে কোভিড-১৯ পরীক্ষা চালু হয়েছে।

গত ১লা জুলাই থেকে এম এইচ শমরিতা হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা শুরু করে। বর্তমানে হাসপাতালটি কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা চালু করেছে। এখানে নমুনা সংগ্রহের জন্য ১টি বুথ স্থাপন করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় পরীক্ষার ফলাফল প্রদানের বিষয়ে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড-১৯ পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:

  • ০১৮৪৭-১৫৭২২২,
  • ০১৮৪৪-৪৭৬৯২১

ইতোমধ্যে এম এইচ শমরিতা হাসপাতালের ষষ্ঠ তলা করোনা ইউনিট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সপ্তম তলাটি সাধারণ রোগীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। কোভিড-১৯ পজিটিভ এবং সাসপেক্টেড রোগীদের জন্য আই.সি. ইউ. বিভাগ এবং সাধারণ রোগীদের জন্য সি.সি. ইউ. বিভাগ চালু রয়েছে।

ক্যাম্পাস প্রতিনিধি/ মো: সাদীউল ইসলাম

Subha Jamil Subah:
Related Post