X

একবিন্দু আশার আলো

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জুলাই ২০২০, সোমবার

করোনার করালগ্রাস, প্রকৃতি তার চিরচেনা অপরূপ রূপে ফিরে এসেছে। কিন্তু মানুষের জীবনে এসেছে হাহাকার আর অন্ধকার। খবরের কাগজে, সংবাদে মৃত্যুহার এখন সাধারণ  ব্যাপার, প্রতিদিন দেখা যায়। এমন মৃত্যু কেউ দেখেছে কি আগে?
অন্ধকারাচ্ছন্ন খবর গুলোর মাঝে আজ একটু আশার আলো দেখাতে চাই।

“কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউ তে মৃত্যুহার সংখ্যা কমেছে। আইসিইউটিতে গত তিন মাসের মাঝে মৃত্যুহার সবচেয়ে কম।”

হ্যাঁঁ, এটি খুব বড় এচিভমেন্ট নয়, কিন্তু আশাহত হওয়ার মতও নয়। এতে রয়েছে আমাদের চিকিৎসক, নার্স ও সহায়ক কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিচালক মহোদয় এবং তার টিমের অক্লান্ত পরিশ্রমের সাফল্যচিত্র। আমাদের কাজ করার জন্য প্রতিদিনের সাপোর্টটুকু খুবই গুরুত্বপূর্ন।


আমাদের এ আশার বাণী জানিয়েছেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এনেস্থেসিওলজি বিভাগের প্রধান ডা. শাহজাদ হোসাইন মাসুম। গ্রাফের মাধ্যমে বিষয়টি সহজভাবে বুঝতে সহায়তা করেছেন ডা. শাহজাদ হোসাইন মাসুম এর দুইজন যোগ্য সন্তান, মেডিকেল শিক্ষার্থী আহির হোসাইন এবং নবম শ্রেণিতে অধ্যয়নরত ইয়াসিম হোসাইন।


এই মুহূর্তে আমাদের হাতে থাকা একমাত্র ডাউনট্রেন্ডিং কার্ভ। এই ডাউনট্রেন্ডিং কার্ভের কারণ সঠিকভাবে বলার সময় এখনও হয়ে উঠেনি এবং আগামীতে কার্ভটা কেমন থাকবে তাও আমাদের অজানা।

কিন্তু একটি ছোট্ট আশার আলো দেখিয়ে দিচ্ছে, আমরা লড়ছি, হাসপাতালগুলো পরিশ্রম করে যাচ্ছে অকাতরে। চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হলে, হয়তো এই করালগ্রাস থেকে সবাই মুক্তি পাব। মুক্তি পাবে মানবসমাজ, মুক্তি পাবে দেশ।

Tasnim Sanjana Kabir Khan:
Related Post