X

এবার মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হলেন আরো একজন চিকিৎসক

প্ল্যাটফর্ম নিউজ,

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

এবার মানিকগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হলেন আরো একজন চিকিৎসক। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেকেন্দার আলী মোল্লাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এছাড়াও এর আগে জেলাটিতে আরো একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হন, তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজের একজন সহযোগী অধ্যাপক। উক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যক্ষ মহোদয় বলেন,

“ওই চিকিৎসকের বাবার মৃত্যুতে স্বজনেরা একত্রিত হয়েছিলেন। এর মধ্যে তাঁর এক ভাই চিকিৎসক। তিনি নারায়ণগঞ্জে একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, ভাইয়ের সংস্পর্শে এসে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন।”

এ পর্যন্ত মানিকগঞ্জে দুইজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা দুইজনই বর্তমানে ঢাকায় নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের কোয়ারেন্টিনে রাখার প্রক্রিয়া চলছে।

সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সেকেন্দার আলী মোল্লাহ জানান,

“১৬ এপ্রিল ওই চিকিৎসা কর্মকর্তা সর্বশেষ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর থেকে তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত হন। পরে ঢাকায় একটি হাসপাতালে তিনি করোনার নমুনা পরীক্ষা করান। গতকাল বুধবার তাঁর করোনা শনাক্ত হয়।”

সেকেন্দার আলী মোল্লাহ আরো বলেন,

“ওই চিকিৎসকের সংস্পর্শে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করা হচ্ছে। তাঁদের কোয়ারেন্টিনে রাখার পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান,

“গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে কারও দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি। আক্রান্ত দুই চিকিৎসকের নমুনা সংগ্রহ ও পরীক্ষা ঢাকায় হয়েছে বলে তাদের রিপোর্ট মানিকগঞ্জে নেই।”

তিনি আরো বলেন,

“আজ বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৩৭৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিঙ্গাইরে চারজন, সদরে ৩ জন, শিবালয়ে ২ জন এবং হরিরামপুরে ১ জন। ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এখন পর্যন্ত কারো করোনা শনাক্ত হয়নি।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

অংকন বনিক:
Related Post