X

এফসিপিএস পরীক্ষার পরিমার্জিত পদ্ধতি কার্যকর হবে জানুয়ারি ২০২১ সেশন থেকে

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) সকল বিষয়ের জন্য এফসিপিএস পার্ট-১ পরীক্ষার পদ্ধতি পরিমার্জন করার সিদ্ধান্ত নিয়েছে। এফসিপিএস পার্ট-১ পরীক্ষার নতুন ফরম্যাট (পেপার-১, পেপার-২ এবং পেপার-৩) নিম্নলিখিত হিসাবে থাকবে:

  • বহুনির্বাচনি প্রশ্ন (সত্য ও মিথ্যা ধরন অনুযায়ী) : ৫০% (২৫ টি প্রশ্ন)
  • সিঙ্গেল বেস্ট আন্সার টাইপ প্রশ্ন (SBAQ) : ৫০% (২৫ টি প্রশ্ন)

পরীক্ষার উপরোক্ত ফরম্যাটটি জানুয়ারি ২০২১ সেশন থেকে কার্যকর হবে।

Ruhana Auroni:
Related Post