X

এফসিপিএস, এমসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফি জমা দেয়ার সময় বাড়লো

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২০, সোমবার

গতকাল ১৫ নভেম্বর ২০২০, রবিবার, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিড টার্ম, প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২, এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), এফসিপিএস (সাব-স্পেশালিটি) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ও ফি জমা দেয়ার সময় আগামী ১৯ নভেম্বর ২০২০ পর্যন্ত বৃদ্ধি করার বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিটিতে আরো জানানো হয়, প্রয়োজনীয় ডকুমেন্ট এর হার্ড কপি জমা দেয়ার শেষ সময় আগামী ২২ নভেম্বর ২০২০ বিকাল ৪:০০ টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ব্যাংক মারফত ফি জমা দেয়া কোনো পরীক্ষার্থী যদি ফি জমা দেয়ার ব্যাংক স্লিপ সময়মত অনলাইন রেজিস্ট্রেশন সফটওয়ারে আপলোড দিতে অপারগ হন তাহলে তাঁরা কলেজ ক্যাশ সেকশন এ ১০০০ টাকা বিলম্ব ফি প্রদান পূর্বক কলেজের পরীক্ষা বিভাগে ব্যাংক স্লিপ আপলোড করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে যোগাযোগ করে পরীক্ষা দেয়ার অনুমতি গ্রহণ করতে পারবেন। এই সুযোগ গ্রহণের শেষ সময় আগামী ২২ নভেম্বর ২০২০ বিকাল ৩:০০টা পর্যন্ত।

Md. Nafiul Islam:
Related Post