X

এফএফপি-২ মাস্ক পাঠিয়েছেন থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা

প্ল্যাটফর্ম নিউজ, ৬ মে ২০২০, বুধবার
বাংলাদেশের চিকিৎসকদের জন্য ৭৫০ টি FFP2 মাস্ক পাঠিয়েছেন থাইল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। গত ৫ মে ‘সেইভ দ্যা ডক্টরস’ এর বাংলাদেশ প্রতিনিধিদের কাছে মাস্কগুলো হস্তান্তর করা হয়।

‘সেইভ দ্যা ডক্টরস’ তাদের ফেইসবুক পেইজের জানায়,
“১ টি মাস্ক ৪ বার করে রিইউজ করা হলেও একজন চিকিৎসকের মাসে কমপক্ষে ৫ টি N-95 বা FFP2 লেভেলের মাস্ক প্রয়োজন। সময়ের কারনে এর মূল্যটাও বেশ চড়া এখন। একজন নবীন চিকিৎসকের পক্ষে নিজ পয়সায় এটা ক্রয় করা খুব কষ্টকর। তবুও অনেকে চেষ্টা করছেন- না খেয়ে থাকলেও বাঁচার লড়াইটা সবার আগে।”

পরিচিত একজন চিকিৎসককে কমপক্ষে ৫ টি N95 বা FFP2 লেভেলের মাস্ক উপহার দেওয়ার আহবান জানানো হয়।

কোভিড-১৯ দূর্যোগে রোগীদের সেবায় নিয়োজিত সকল চিকিৎসকের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ‘সেইভ দ্যা ডক্টরস’ সংগঠনটির পথচলা শুরু। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রাপ্ত FFP2 মাস্ক বিতরণের কাজ শুরু করেছেন তারা।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

Platform:
Related Post