X

একদল সুপারহিরো আর এক টুকরো আশা

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
মানুষের সামনে জীবনে কিছু সু্যোগ আসে- যাতে করে সে ইতিহাস গড়তে পারে, সুপারহিরো হতে পারে, কিন্তু সুযোগ গুলো মাঝে মাঝে এতোটাই কঠিন বা বিপদজনক হয়, সে বিফল হলেও মনে জায়গা করে নেয়। কেউ মনে না রাখলেও ইতিহাসের পাতা তাকে মনে রাখে।

এলিসা গ্রানাটো আর তার সাথের ৮০০ জন মানুষ, এমনই একদল সুপারহিরো।

এলিসা গ্রানাটো

এই আর্টিকেল লেখা অবধি ২৮,৯৬,৯৪৬ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত, মারা গেছেন ২,০১,৭৪৩ জন। এই পৃথিবী থমকে দেওয়া অসুখ থেকে মুক্তির উপায় খোঁজা কতোটা জরুরি, তা আতংকিত মানুষজন, অচ্ছুৎ হয়ে মারা যাওয়ার ভয় দেখেই বুঝা যায়। বহুদিন পর একটা মহামারি এভাবে পৃথিবী কে থমকে দিয়েছে। তাই বিপদ তোয়াক্কা না করে কিছু মানুষ মুক্তির পথ খুজে বেড়াচ্ছেন। ডা. গিলবার্ট এর ভ্যাক্সিনের বিশ্বজয়ের পথ সুগম করে দেওয়ার জন্যে এই এলিসা গ্রানাটোর মতো মানুষের এগিয়ে এসেছেন।

ভ্যাক্সিনে থাকা এন্টিজেন এলিসা আর বাকি স্বেচ্ছাসেবকদের শরীরে দেওয়ার পর তাদের বডির প্রতিরোধ ক্ষমতা যুদ্ধ করে এন্টিবডি তৈরি করবে, তারপর প্রকৃত ভাইরাসটাকে তাদের শরীরে প্রবেশ করানো হবে। যদি তাদের শরীর টিকে থাকে আর যুদ্ধ জয় করতে পারে, সেই শত ভলান্টিয়ারের তথ্য থেকে বুঝা যাবে ভ্যাক্সিনের কার্যকারিতা আছে কিনা। তারপর পুরো পৃথিবীতে ভ্যাক্সিন করোনার বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যদি সফল না হয়, তবে গ্রানাটোদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যও হতে পারে।

মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও এই যে মানুষগুলো এগিয়ে আসলেন, এ কারণেই তারা আমাদের সুপারহিরো। শুধু গ্রানাটোই নয়, ৮০ টার মতো ফ্যাসিলিটি তে গবেষণা চলছে, হিউমান ট্রায়াল আরো কিছু জায়গায় হচ্ছে, সিয়াটলে এর আগেও চেষ্টা করা হয়েছে।

ডাক্তার সহ সকল মেডিকেল প্রফেশনাল, সমাজসেবক , আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, আর পৃথিবী ব্যপী এসকল সুপারহিরোদের ত্যাগ স্বীকার এর জন্যেই, আমরা এখনো এতো হতাশার মাঝে আশার আলো দেখছি। তাদের দেখে আমরাও আশা করি, মানুষের প্রয়োজনে এগিয়ে যাওয়ার সাহস আমাদের মাঝেও হবে।

গ্রানাটোর ভাষায়- ‘আমি একজন বিজ্ঞানী, তাই যেকোনো অবস্থাতেই এই বৈজ্ঞানিক প্রক্রিয়াতে আমি সাহায্য করতে চাই।’

এই হিরো দের ডেডিকেশন আমাদের যে আশা দেখাচ্ছে, তারা প্রথমেই সফল না হলেও দুঃখ নেই আমাদের। কারণ আমরা বিশ্বাস করি, গ্রানাটোদের এই ত্যাগ আজ হোক কাল হোক, সফল হবে। এই সুপারহিরোদের ত্যাগ যাতে বিফলে না যায়, এটাই প্রার্থনা আমাদের, একটু আশার আলো দেখানোর জন্যে তাদের ধন্যবাদ। এসকল মানুষের জন্যেই আমরা ভাবতে পারি ইনশাআল্লাহ, জয় একদিন হবেই আমাদের।

তথ্যসূত্রঃ বিবিসি নিউজ
নিজস্ব প্রতিবেদক / মো. তাহমিদুল হক চৌধুরী

Fahmida Hoque Miti:
Related Post