X

একটি হাসপাতাল পরিদর্শনের গল্প এবং কয়েকটি দীর্ঘশ্বাসঃ ডাঃ সানজানা জেরিনকে মনে আছে ?

জরুরী কাজে আজ গিয়েছিলাম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। এটি একটি ২৫০ বেডের জেনারেল হাসপাতাল। শুধুমাত্র পুলিশ এবং তার পরিবারের সদস্যরা এই হাসপাতাল থেকে সেবা নিতে পারে। হাসপাতালটি স্থাপনা এবং কর্মকান্ডের দিক থেকে খুবই পরিচ্ছন্ন এবং আধুনিক, পেশেন্ট রেজিস্ট্রি, হিস্ট্রি, ডিসচার্জ ইত্যাদি সবকিছু প্রায় অটোমেটেড (অটোমেশনের শেষ পর্যায়ের কাজ চলছে), ল্যাবগুলো আধুনিক, বেড, ওটি, ব্লাড ব্যাংক ও তাই। ডিরেক্টর স্যার একজন ডাক্তার কিন্তু তিনি পুলিশ ক্যাডারের লোক, ডিয়াইজি। স্যার কে জিজ্ঞেস করে জানা গেল এখানে সেবা নিতে কোন খরচ নেই এমনকি এখান থেকে কোন রোগীকে রেফার করলে সেই খরচ ও তারা দেয়, সেটা বাংলাদেশের টারশিয়ারি বা স্পেশালাইজড হাসপাতাল হোক কিংবা ইন্ডিয়া সিংগাপুর হোক, ক্ষেত্র বিশেষে রোগীর বাসাতে যেয়েও চিকিতসা দেয়া হয়। আহত পুলিশ অফিসারদের দেখতে হোম মিনিস্ট্রির উর্ধতন কর্মকর্তা রা এমনকি মন্ত্রীও আসেন। ওষুধ ও প্রায় সবই সাপ্লাই থাকে। এখন পরিকল্পনা করা হচ্ছে এটাকে মেডিকেল কলেজ করার। ডিরেক্টর স্যারকে জিজ্ঞেস করলাম আমাদের ডাক্তারদের জন্য এমন কোন হাসপাতাল নেই কেন? স্যার মেডিকেল গ্রাজুয়েট হয়েও উত্তর দিলেন, বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে আসতে।
আফসোস এখানেই, অন্যান্য ক্যাডারেরা নিজেদের সুপিয়র ভাবে আর স্বাস্থ্য ক্যাডারদের নিম্নবর্ণের মনে করে। সরকারি কর্মচারী হয়ে পুলিশ কর্মকর্তারা আধুনিক হাসপাতালে বিনামূল্যে সর্বোচ্চ সেবা পায়, মন্ত্রীদের সহানুভূতি পায় আর হেলথ ক্যাডারের চাকরিতে যোগদানকালে আহত সানজানা জেরিনেরা নিজ খরচে আইসিইউতে কোমায় পড়ে থাকে। এমন কেন হবে? পুলিশ হাসপাতালের সুপারিটেন্ডেন্ট (তিনিও ডাক্তার) দাবি করলেন পুলিশ একমাত্র পেশা যাদের ২৪ ঘন্টা ডিউটি করতে হয়, খাবার সময় পায়না, উনি ডাক্তার হয়েও ভুলে গেছে ২৪ কেন ৪৮ কি ৭২ ঘন্টা টানা ডিউটি করা ডাক্তারদের কথা। এমন কেন হবে? একই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে পুলিশের জন্য আলাদা হাসপাতাল থাকবে বিনা খরচের আর দিনরাত জেগে মানুষের সেবা করা ডাক্তারদের জন্য কেন এমন কিছু থাকবে না।
সরকারি হিসেব বাদ দেন, আমাদের অনেক ডাক্তারদের বড় বড় হাসপাতালে শেয়ার আছে, নিজস্ব ক্লিনিক আছে তাদের কতজন আরেকজন ডাক্তার বা তার পরিবারকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিতসা দিয়েছেন? ক্লিনিক হাসপাতাল বাদ দেন, চেম্বারে কতজন ডাক্তার বা তার পরিবার থেকে পয়সা নিচ্ছেন না? এমন কেন হবে?

লেখক ডাঃ মারুফুর রহমান অপু

ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/pages/Step-forward-to-help-Dr-Sanjana-Jerin/788268187905783?fref=photo

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post