X

একজন ফিজিওলজি জাদুকরের জন্য স্মৃতিচারনা:প্রফেসর (ডাঃ) মাহমুদুর রায়হান হাসান

RENAL CELL carcinoma তে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে(২৮.০৩.৬৩-১২.০২.১৫) সকলকে কাঁদিয়ে চলে গেলেন বৃহ:পতিবার রাত ৮:০০ টায়; আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অন্যতম হাসোজ্জ্বল এবং সকলের প্রানপ্রিয় স্যার ফিজিওলজি ডিপার্টমেন্টাল হেড প্রফেসর ডা: মাহমুদুর রায়হান হাসান। স্যারের অসাধারণ ও নৈপুণ্য বাচনভঙ্গি ছাত্র ছাত্রী দের জন্য সবসময়ই প্রেরণা মূলক ছিল। সবসময় সদালাপী স্যার বলতেন,প্রেরণা দিতেন ” আরেহ! বকা খাইয়া মন খারাপ কর ক্যান মিয়া? দুই দিনের দুনিয়াটা।হাসবা- সবসময়ই হাসবা। বুঝলা? ”
সবসময়ই স্যার বলতেন তার ছাত্র ছাত্রী দের – ” মেডিকেল এ ভাল করার তিনটাই উপায়-
১.পড়তে হবে
২.পড়তে হবে এবং
৩.পড়তেই হবে। ”
প্রফ: ডা: মাহমুদুর রায়হান হাসান ঢাকা মেডিকেলের k-38 ব্যাচের ছাত্র ছিলেন। ১৯৯৪ এ উনি BSMMU থেকে DCH এ পোস্ট গ্রাজুয়েশন করেন। এছাড়াও স্যার দীর্ঘ দিন (৫-৭ বছর) খুলনা মেডিকেল এ চাকরীরত ছিলেন। এরপর তিনি এনাম মেডিকেল, জহুরুল হক মেডিকেল,খাজা ইউনুস আলি মেডিকেল, হলি ফ্যামিলি মেডিকেল এ ছিলেন। ২০০৮ সাল থেকে উনি আনোয়ার খান মডার্ন মেডিকেল এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

লেখক CHOUDHURY SADIA FAHMIDA
Akmmc-03 bach

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (42)

Related Post