X

উড়ন্ত বিমানে হার্ট অ্যাটাকের রোগী বাঁচানোর শ্বাসরুদ্ধকর গল্প | Doctor, You’re Special!

You’re Special!!

“It’s not easy doing what we do but,……..
Thanks for being so awesome today”

সময় টা 27 সেপ্টেম্বর,2018

Air india তে গত বছর সেপ্টেম্বর এ একটা Acute LVF patient manage করেছিলাম।বিমান আকাশে উঠার পর পর ই হঠাৎ announcement। উঠে গেলাম দেখতে। মধ্য বয়সী মহিলা। Previous history of MI (হার্ট এটাক) ছিলো। প্রচন্ড শ্বাসকষ্ট। পুরো cabin এ হৈ হুল্লোড় অবস্থা। বিমানের emergency kit এ সব ই ছিলো। even IV canula, morphine..2.1 hour এর journey…land করার আগেই কিছুটা settle করতে পেরেছিলাম। তাতেই সবাই অনেক খুশি হয়ে গিয়েছিলো। Cabin crew দের নাম ধরে announcement, ধন্যবাদ জ্ঞাপন, যাত্রী দের হাত তালি। রোগী একদম এম্বুলেন্সে উঠার আগে হাত ধরে বলেছে, Thank you doctor,you saved my life.Thank you again.

এটাই তো অনেক বেশি। এর বেশি চিকিৎসক দের চাওয়ার বা পাওয়ার কিছু নাই।সাথে বিমান এর পক্ষ থেকে একটা কার্ড ও দিয়েছিলো।

এতো টা হতাশ হয়ে যাওয়ার কিছু নেই।ওই মানুষটার মন থেকে তুমি কখোনো হারিয়ে যাবে?তুমি কি মনে করো না কোনো এক দিনে, খুশির সন্ধ্যায় বা মনের কষ্টের সময় হলেও সে তোমাকে ভাববে না??
সে আমৃত্যু তোমাকে মনে রাখবে।

জীবন এর চেয়ে মূল্যবান কিছু আছে?

মুল লেখক Dr Md Reaz uddin
Fcps(Medicine),MCPS(medicine)
Consultant,Abdul malek ukil medical college

Web reporter
Mohammad Arafat
International Medical college,session 12/13

ওয়েব টিম:
Related Post