X

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনাকাঙ্ক্ষিত ঘটনা

চিকিৎসা সেবার প্রতি রোগীদের অনাস্থার ফলশ্রুতিতে এবারে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গতকাল ১৯ এপ্রিল দিবাগত রাত ২টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মুমূর্ষু রোগী আসে।কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের এম্বুলেন্সে করেই কক্সবাজার সদর হাসপাতালে যাবার পরামর্শ দেন।

রোগীর অবস্থা সংকটাপন্ন বুঝতে পেরে রোগীর লোকজন উদ্ধত আচরণ শুরু করে। হাসপাতালের ইমার্জেন্সী ওয়ার্ডবয়, এম্বুলেন্সচালককে নির্মমভাবে প্রহার করে। স্যাকমো, সিকিউরিটি গার্ডসহ কর্তব্যরত চিকিৎসককে প্রহার করতে উদ্যত হয়, গায়ে ধাক্কা দেয়, সিকিউরিটি গার্ডকে কলার ধরে টেনে গাড়িতে তুলে নিয়ে যায়। তারপরও মানবতার খাতিরে এম্বুলেন্সচালক রোগীকে নিয়ে সদর হাসপাতালে যায়, পথিমধ্যে রোগীর মৃত্যু হলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে।

এর আগেও কয়েকবার এই হাসপাতালে রোগীর লোকজন কর্তৃক মারামারির ঘটনা ঘটেছিল। চিকিৎসকসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মাঝে তাই আতঙ্ক বিরাজমান। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় লোকজনের পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গা রোগীদেরও সেবা দিতে হয়। এভাবে ভীতসন্ত্রস্ত হয়ে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসকদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার।

তথ্যসূত্র:
ডা. মাসুমা নাসরিন
মেডিকেল অফিসার, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

Platform:
Related Post