X

ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলন

৩১ আগস্ট ২০১৯ শনিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস ও বিডিএস এর ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করেন।


আন্দোলনের অংশ হিসেবে তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং হাসপাতালের পরিচালককে স্মারকলিপি প্রদান করেন। একইসাথে বিভিন্ন পোস্টার ও ফেস্টুন নিয়ে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।


উল্লেখ্য, গত ২৮ আগস্ট ২০১৯ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা ২০১৯ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। উক্ত খসড়ায় অনুযায়ী এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মেয়াদ ধার্য করা হয়েছে ২ বছর, ১ম বছর নিজ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২য় বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই নীতিমালা বাস্তবায়িত হলে এমবিবিএস ডিগ্রি শেষ করে চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন পেতে একজন শিক্ষার্থীর সময় লাগবে কমপক্ষে ৭.৫ বছর! তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদানের কোনো ব্যবস্থা নেই। আর তাই ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগ দিতে বাধ্য হয়।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

Platform:
Related Post