X

ইনফার্টিলিটি নিয়ে ওজিএসবি বরিশাল’র সিএমই অনুষ্ঠানের আয়োজন

গতকাল বৃহস্পতিবার, শের-ই-বাংলা মেডিকেল কলেজে  ” Management of infertility” নিয়ে  OGSB Barisal আয়োজন করল একটি সিএমই অনুষ্ঠানের।

 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব:) ডাঃ সিরাজুল ইসলাম । এছাড়া প্রফেসর ডাঃ লায়লা আরজুমান্দ বানু, প্রফেসর ডাঃ কোহিনূর বেগম, প্রফেসর ডাঃ রাশিদা বেগম, এবং প্রফেসর ডাঃ খালেদা খানম এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।


প্রফেসর ডাঃ লায়লা আরজুমান্দ বানু বর্তমানে OGSB এর প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন । তিনি প্রেসিডেন্ট হবার পর এই  প্রথম এধরনের সিএমই  অনুষ্ঠানের আয়োজন হল  শেবাচিমে।

প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডাঃ ভাস্কর সাহা, (অধ্যক্ষ শেবাচিম) এবং বিশেষ অতিথি হিসেবে ডাঃ এস এম সিরাজুল ইসলাম, (পরিচালক, শেবাচিম) ।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন বরিশাল বিএমএ’র প্রেসিডেন্ট ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন । আরও বক্তব্য রাখেন ডাঃ হাওয়া আখতার জাহান (প্রেসিডেন্ট, OGSB Barisal) এবং ডাঃ শিখা রানী সাহা, বিভাগীয় প্রধান (গাইনী এন্ড অবস), শেবাচিম।

অনুষ্ঠানে প্রফেসর ডাঃ কোহিনূর বেগম Evaluation of infertile couple, প্রফেসর ডাঃ খালেদা খানম Ovulation Induction, প্রফেসর ডাঃ লায়লা আরজুমান্দ বানু Role of laparoscopy in the management of infertility এবং প্রফেসর ডাঃ রাশিদা বেগম ICSI & male factor infertility নিয়ে আলোচনা করেন।

প্রতি বছর শেবাচিমে অন্তত এধরনের একটি সিএমই অনুষ্ঠান হওয়া উচিত বলে উপস্থিত অতিথিরা মনে করেন। সবাইকে বিশেষত নবীন যারা গাইনীতে যারা ভবিষ্যৎ  গড়তে চায় তাদের ল্যাপারোস্কোপি ট্রেনিং প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডাঃ মোঃ তৈয়বুর রহমান (সেক্রেটারি, OGSB Barisal) ।

সার্বিক সহযোগিতায় ছিল রেনাটা লিমিটেড।

প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

রিপোর্ট- সুদীপ্ত সরকার

 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post