X

আপাতত প্রত্যাহার করা হলো ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর বিষয়ক প্রস্তাবনা

এমবিবিএস ও বিডিএস ডিগ্রির ইন্টার্নশিপের মেয়াদ ২ বছর করা বিষয়ক প্রস্তাবনা আপাতত প্রত্যাহার করা হয়েছে।

গত ২৮ আগস্ট ২০১৯ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ নীতিমালা ২০১৯ এর খসড়া প্রণয়ন করা হয়েছিল। উক্ত খসড়া অনুযায়ী এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের ইন্টার্নশিপের মেয়াদ ধার্য হয়েছিল ২ বছর, ১ম বছর নিজ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২য় বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই নীতিমালার বিরুদ্ধে গত ২ দিন সারা দেশে মেডিকেল কলেজসমূহে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে প্রশ্ন উঠেছে উপজেলায় শিক্ষানবিশ চিকিৎসকরা কার তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করবে, তাদের বাসস্থান, ভাতা, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে।


এরই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ১ সেপ্টেম্বর ২০১৯ এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচ্য ইন্টার্নশিপ বিষয়ক খসড়া নীতিমালা ২০১৯ আপাতত প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আরো আলোচনা চলবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পূর্বে আবারো ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার:
সামিউন ফাতীহা
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর

Platform:
Related Post