X

‘আন্ডারস্ট্যান্ডিং হেপাটাইটিস বি’ শীর্ষক অনলাইন ওয়েবিনার আয়োজন করেছে প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম নিউজ, ৬ আগষ্ট, ২০২০, বৃহস্পতিবার

চিকিৎসকদের জন্য বিনামূল্যে ‘আন্ডারস্ট্যান্ডিং হেপাটাইটিস বি’ শীর্ষক অনলাইন ওয়েবিনার আয়োজন করেছে প্ল্যাটফর্ম।


হেপাটাইটিস বা যকৃতের প্রদাহ নিয়ে জনমনে রয়েছে নানা রকম আতঙ্ক আর বিভ্রান্তি। ৫ ধরনের ভাইরাসের সংক্রমণে এটি হয়ে থাকে। তবে এর মধ্যে সর্বাপেক্ষা অধিক বিস্তৃত এবং দীর্ঘমেয়াদি সংক্রমণ ও জটিলতা তৈরি করে হেপাটাইটিস বি ভাইরাস। বাংলাদেশে হেপাটাইটিস বি সংক্রমণকে এক নীরব ঘাতক হিসেবে দেখা হচ্ছে। অনেকে নিজের অজান্তেই রক্তে এ রোগের জীবাণু বহন করে চলেছেন। আবার অনেকে এ সম্পর্কে হয়তো জানতে পারেন লিভার সিরোসিস হওয়ার পর। বিশ্বে হেপাটাইটিস বি আক্রান্ত প্রায় ৯০ শতাংশ লোকই জানে না যে তারা এ ভাইরাস বহন করে চলেছে। ফলে না জেনেই তারা ভাইরাসটি ছড়াতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশেও প্রায় এক কোটি মানুষ বি অথবা সি ভাইরাসে আক্রান্ত। বেসরকারি হিসেবে হেপাটাইটিসে প্রতি বছর ২০ হাজারের অধিক মানুষের মৃত্যু হয় বাংলাদেশে।

দু:খের বিষয় এই যে, বাংলাদেশে হেপাটাইটিসে আক্রান্তদের একটা বড় অংশ ঝাড়ফুঁক, পানি পড়া, ডাব পড়া নেয়ার মতো কবিরাজি চিকিৎসার দ্বারস্থ হন। অনেকক্ষেত্রে আবার তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হন। সঠিক সময়ে প্রতিরোধ এবং চিকিৎসা না করানোর কারণে হেপাটাইটিস থেকে যকৃত অকার্যকর হয়ে পড়া বা লিভার ফেইলিউর, লিভার সিরোসিস বা ক্যানসার পর্যন্ত হতে পারে। বিশ্বে যত মানুষের লিভার ক্যান্সার হয় তার ৮০ ভাগ ক্ষেত্রেই দায়ী হচ্ছে এই ভাইরাস। ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে ভাইরাস ঘটিত হেপাটাইটিস নির্মূলকরনের লক্ষ্য স্থাপন করেছে। এমতাবস্থায়
হেপাটাইটিস ভাইরাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা অত্যন্ত জরুরি।

এ গুরুত্বের কথা বিবেচনা করে প্ল্যাটফর্ম অব মেডিক্যাল এন্ড ডেন্টাল সোসাইটি কর্তৃক ‘ আন্ডারস্ট্যান্ডিং হেপাটাইটিস বি ‘ বিষয়ক অনলাইন ওয়েবিনার আয়োজন করেছে। আগামী ৭ ই আগষ্ট, ২০২০ রোজ শুক্রবার সন্ধ্যা আট ঘটিকায় জুম আ্যপে উক্ত ওয়েবিনার টি অনুষ্ঠিত হবে। এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন –
Dr. Absar Quirishi
MBBS, MRCP, FAMS, FRCP
Consultant Gastroenterologist
and Hepatologist

Dr. Tan Poh Seng
Senior consultant NUHS
Consultant Gastroenterologist
Mouth Elizabeth Orchard Branch
Singapore

আগ্রহীরা অনলাইন রেজিষ্ট্রেশন এর মাধ্যমে এই ওয়েবিনারটিতে অংশগ্রহণ করতে পারেন।

রেজিষ্ট্রেশন লিংক:
https://forms.gle/9LVQQ4dPnxBUVjNBA

Fahmida Hoque Miti:
Related Post