X

ডা. তাসবিরুল ইসলাম এর পরিচালনায় প্ল্যাটফর্মের আয়োজনে ওয়েবিনার- “Coronavirus and The Kidney” আজ রাত ৯ টায়

প্ল্যাটফর্ম নিউজ, ১০ জুলাই ২০২০, শুক্রবার

আজ  ১০ জুলাই ২০২০, শুক্রবার, প্ল্যাটফর্ম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত ওয়েবিনার সিরিজের ৪র্থ পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোভিড-১৯ এবং কিডনীরোগ সম্পর্কিত বিষয়ে বিস্তারিতভাবে বিজ্ঞ আলোচকরা কথা বলবেন। এছাড়া দেশব্যাপী জুনিয়র ডাক্তার এবং মেডিক্যাল স্টুডেন্টদের এই সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞরা।

এতে মডারেটর হিসেবে থাকছেন যথারীতি,
ডা. তাসবিরুল ইসলাম, এমডি, এমআরসিপি (ইউ কে), এফআরসিপি, এফসিসিপি, ক্লিনিকাল এসোসিয়েট প্রফেসর- ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন, মেডিকেল ডিরেক্টর- ডিভিশন অব পালমোনারি এ্যান্ড ক্রিটিকাল কেয়ার মেডিসিন, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি আরনেট হসপিটাল, ইন্ডিয়ানা, ইউএসএ।

যেসব প্যানেলিস্ট আলোচনা করবেন

১. অধ্যাপক ডা. নুরুল ইসলাম,
চিফ কনসালটেন্ট, নেফ্রোলজি,
ডিরেক্টর, রেনাল কেয়ার সেন্টার, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।

২. অধ্যাপক বিগ্রেডিয়ার(অব.) ডা. মামুন মোস্তাফি

বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, গণস্বাস্থ্য নগর হাসপাতাল,
ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ রেনাল এসোসিয়েশন।

৩. অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম
এফআরসিএস(ইউকে), এফসিপিএস(সার্জারি),    এমএস(ইউরোলজি), ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

৪. ডা. মাহফুজ রহমান, এমডি, এমপিএইচ
কনসালটেন্ট এন্ড নেফ্রোলজিস্ট,
ক্যাপিটাল নেফ্রোলজি মেডিকেল গ্রুপ, স্যাক্রামেন্টো, ক্যালিফোর্নিয়া।
মেডিকেল ডিরেক্টর, একিউট এন্ড ক্রোনিক হিমোডায়ালাইসিস সার্ভিস, স্যাক্রামেন্টো

৫. ডা. ইমতিয়াজ ইসলাম, এমডি
নেফ্রোলজিস্ট, গুড সামারিটান মেডিকেল গ্রুপ, কেয়ার্নি, নেব্রাস্কা।
মেডিকেল ডিরেক্টর, ফ্রেসেনুইস ডায়ালাইসিস সেন্টার।

ওয়েবিনারটি আজ ১০ জুলাই (শুক্রবার) রাত ৯ টায় সরাসরি সম্প্রচারিত হবে প্ল্যাটফর্ম পেজ, অফিসিয়াল গ্রুপ ও প্ল্যাটফর্মের অন্যন্য গ্রুপে। অনুসন্ধানী চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের অনুরোধ জানানো যাচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।

প্ল্যাটফর্ম অফিশিয়াল পেজ লিংক- facebook.com/Platform.med.org/

Firdaus Alam:
Related Post