X

আইসোলেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

প্ল্যাটফর্ম নিউজ ডেস্ক,
মঙ্গলবার, ১২ মে, ২০২০

দেশে চলমান করোনা মহামারীতে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা পনেরো হাজার ছাড়িয়েছে গতকাল। করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই আইসোলেশনে যাচ্ছেন শত শত মানুষ!

এবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তবে এখনো তাঁর করোনায় আক্রান্ত হবার ব্যাপারে নিশ্চিত হওয়া যায় নি। তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। তথ্যটি নিশ্চিত করেছেন মহাপরিচালক মহোদয় নিজেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় জানান,

“করোনার বিষয়টি নিশ্চিত হতে নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনা ভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।”

জানা যায়, তাঁর পরিবারের এক সদস্যের দেহে ইতিমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সাথে করোনার মতো উপসর্গ থাকার দরুণ তিনি এখন আইসোলেশনে রয়েছেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

প্ল্যাটফর্ম ডেস্ক রিপোর্ট:
Related Post