X

অসহায় মানুষের পাশে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন, চাঁদপুর

৩১ মার্চ, ২০২০ 

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে দশ দিনের সাধারণ ছুটি। ফলে কর্মহীন হয়ে পড়েছে চাঁদপুর সহ সারা দেশের অসহায় খেটে খাওয়া মানুষেরা। তাই এমন দুর্যোগের সময় তাদের পাশে “মানুষ মানুষের জন্য” শ্লোগানে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারবৃন্দ।

জনসচেতনতা মূলক লিফলেট বিলি করার মাধ্যমে কার্যক্রম শুরু করে গতকাল ৫০ টি অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করেন তারা। নিত্যপণ্যের মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম মুড়ি এবং ১ টি হ্যান্ড স্যানিটাইজার।

এমন কার্যক্রম সম্পর্কে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন, চাঁদপুর এর এডমিন সাজ্জাদ হোসেন লিখন ( ফাইনাল ইয়ার) বলেন, দেশের সচেতন নাগরিক এবং মেডিকেল শিক্ষার্থী হিসেবে সামাজিক দায়িত্ব এবং কর্তব্যবোধ এর জায়গা থেকে ডাঃকবীর হোসেন, ডাঃ নাজমুল হাসান এবং ডাঃ তানভীর এর পরামর্শক্রমে এই কার্যক্রম হাতে নিয়েছিলেন তারা, বিশেষ করে যারা একেবারেই হতদরিদ্র, যাদের দিন এনে দিন খেতে হয়, এই অঘোষিত লক ডাউনের মধ্যে যাদের অন্য কোথাও হতে সাহায্যের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, সে সকল খেটে খাওয়া মানুষদের মাঝে এই নিত্যপণ্য সামগ্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়ে এসেছেন তারা। প্রথম পর্যায়ে ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে, পরবর্তীতে এই কার্যক্রম অব্যহত থাকবে।

এছাড়াও চাঁদপুরবাসীকে করোনা মোকাবেলায় ভয় না পেয়ে আরো সচেতন করার জন্য লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাষক স্প্রে ছিটানো সহ কয়েকটি কার্যক্রম চালমান রয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেচ্ছাসেবী কাজ করছেন সকলকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি চাঁদপুর জেলার বিত্তবানদের দুস্থ -অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানানো হয়।

তথ্যসূত্রঃ সাজ্জাদ হোসেন লিখন

নিজস্ব প্রতিবেদক /  নাজমুন নাহার মীম

নাজমুন নাহার মীম:
Related Post