X

অনুষ্ঠিত হয়ে গেলো বিএমএ আয়োজিত চিকুনগুনিয়া বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

৫-৭ দিনের আগে কোন এন্টিবডি টেস্ট কিংবা বিভিন্ন হস্পিটালে চিকুনগুনিয়া টেস্ট নামে যেসব টেস্ট করা হচ্ছে সেগুলো থেকে বিরত থাকতে চিকিৎসক সমাজের প্রতি আহবান জানিয়েছেন অধ্যাপক এবিএম আবদুল্লাহ্ স্যার। তবে ডেঙ্গু এক্সক্লুড করার জন্যে সিবিসি সহ কিছু ইনভেস্টিগেশন করা যেতে পারে। তবে উপসর্গ থেকেই ডেঙ্গু এক্সক্লুড করার ব্যাপারে জোর দেন তিনি।

প্রখ্যাত রিউমাটলজিস্ট অধ্যাপক সৈয়দ আতিকুল হক স্যার বলেন ৭ দিন পরে যদি আর জ্বর না আসে এবং ব্যাথা ছাড়া অন্য কোন জটিলতা না থাকে তাহলে ব্যাথা কমাতে যেকোন পেইন কিলার দেয়া যাবে। একমাস পরও যদি আর্থাইটিস বা জয়েন্ট পেইন থাকে সেক্ষেত্রে লো টু মডারেট ডোজ স্টেরয়েড দেয়া যেতে পারে।

আজ ১৮ জুলাই, ২০১৭ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চিকুনগুনিয়া নিয়ে সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে বিএমএ অডিটরিয়ামে। সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব জাহেদ মালেক এমপি।
সেমিনারে অন্যান্য বক্তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। সবাই জনগন ও মিডিয়াকে আতংকিত না হতে অনুরোধ করেন। বাসায় চিকিৎসাতেই এ অসুখ নিরাময় যোগ্য। ব্যাথা কমাতে ঠান্ডা সেঁক নেয়া যেতে পারে। তবে যেকোন জটিলতা দেখা দিলে হাসপাতালে নিতে হবে।

বাসাবাড়িতে পানি জমতে দেয়া যাবে না। দিনের বেলা যাতে মশা না কামড়ায় সেজন্যে কর্মস্থলে এমকি গাড়িতেও সতর্ক থাকতে হবে। সবাই সচেতন হলে চিকুনগুনিয়ার প্রকোপ কমতে বাধ্য।

সংবাদদাতা: ডা. আসিফ উদ্দিন খান

Banaful:
Related Post