X

অনলাইন মেডিকুইজের চূড়ান্ত ফলাফল

গত ১৯/০৯/২০১৫ তারিখে বিশ্বখ্যাত মেডিকেল টেক্সটবুক প্রকাশনী সংস্থা Elsevier এর সহযোগীতায় প্ল্যাটফর্ম এবং এশিয়ান মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এর আয়োজনে অনুষ্টিত হয়ে গেল বাংলাদেশের ইতিহাসের প্রথম অনলাইন মেডিকুইজ। সেই মেডিকুইজের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা শীর্ষ এক থেকে দশ পর্যন্ত প্রতিযোগীদের পুরস্কৃত করবো।

উল্লেখ্য দুই জন প্রতিযোগীর নম্বর সমান হয়ে গেলে যিনি কম সময়ে সব উত্তর দিয়েছেন তাকেই বিজয়ী ঘোষণা করেছি।

বিজয়ীদের নামঃ ১মঃ Ridwan Naim Faruq, 5th Year, Ibrahim Medical College (Total Marks:48.5).

২য়ঃ Omar Faruk, 5th Year, Comilla Medical College (Total Marks:43).

৩য়ঃ Mohammad Irfan Chowdhury, 5th Year, Dhaka Medical College (Total Marks:42.5).

৪র্থঃ Shadman Abdal Joarder, 3rd Year, Ibrahim Medical College.(Total Marks:40).

৫মঃ Sharar Naiarin Haque, 4th Year, Dhaka Medical College (Total Marks 38.5).

৬স্ঠঃ MD. Moktadirul Haque Shuvo, 5th Year, Rajshahi Medical College (Total Marks:38).

৭মঃ Mohammmad Azmain Iktidar, 1st Year, Chittagong Medical College (Total Marks:38).

৮মঃ Miah Ahmad Zubair, 5th Year, Dhaka Medical College(Total Marks:37.5).

৯মঃ Anika Basharat, 5th Year, Chittagong Medical College(Total Marks:37.5).

১০মঃ Mohammad Hasan Jafri, 3rd Year, Dhaka Medical College(Total Marks:37.5).

বিজয়ী সবাইকে অভিনন্দন। প্রথম ৫ জন বিজয়ীর জন্য রয়েছে টেক্সটবুক, গিফট হ্যাম্পার, AMSA এর ওয়েলকাম বুকলেট, AMSA এর ফ্রি মেম্বারশীপ এবং Elsevier এর সার্টিফিকেট। ৬ষ্ট থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য থাকছে AMSA এর বুকলেট, AMSA এর ফ্রি মেম্বারশীপ এবং Elsevier এর সার্টিফিকেট। পুরষ্কার দেওয়া হবে ১ অক্টোবর, প্ল্যাটফর্মের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে।


ধন্যবাদান্তে
ডা মোহিব নীরব

ডা তাসদিক হাসান দ্বীপ
ডা তাজদিত রহমান তানিম
ডা তানজিমুল ইসলাম
ডা রজত দাশগুপ্ত
মারুফুল ইসলাম মাহি
সাজ্জাদ শাহরিয়ার সিয়াম
তূর্য রহমান

প্ল্যাটফর্ম কুইজ উইং

rajat:

View Comments (2)

Related Post