X

অনলাইনে MRI শিখুন

যারা অনলাইনে MRI শিখতে চানঃ
কিছুদিন আগে অনলাইনে X-ray, CT scan, ECG, USG এগুলো শেখার পদ্ধতি বলেছিলাম… এবার MRI. এটা আসলে অনলাইনে শেখা কষ্ট। কোন পুর্নাংগ টিউটোরিয়াল নেই….. তবে শেখার জন্য যা যা আছে তা আমি একত্র করেছি। নিচে লিংক দিলাম। (এটা শিখতে কিন্তু ধৈর্য্যের প্রয়োজন)

সিরিয়াল মেইনটেইন করলে ইফেক্টিভ হবেঃ

Essentials to know:
প্রথমেই, https://www.imaios.com/en/e-Courses/e-MRI/ এই লিংকে যান। সাইটে রেজিস্ট্রেশন করে তারপর টিউটোরিয়াল চালু করুন। এবং সিরিয়ালি শেষ করুন।
২য়, http://www.mritutor.org/mriteach/ ; এটাতেই মেইনলি ক্লিনিক্যাল ছবি ও ডায়াগনোসিস আলোচনা করা হয়েছে।
৩য়, http://www.mridoc.com/msk.html; এই ক্লিনিক্যাল কেসগুলোও দেখুন।

Regional MRI: নিজের জানা এনাটমীর সাথে MRI এর ছবির এনাটমী মিলিয়ে নিন, তাতে ওই জায়গাগুলোতে স্বাভাবিক অবস্থা এবং প্যাথলোজীর পার্থক্য ধরতে পারবেন…
পুরো Musculoskeletal system: http://freitasrad.net/
Joints: http://xrayhead.com/
Soft Tissue pathology of Foot: http://www.gentili.net/footmri/
(এই আটলাসের সাইটগুলোতে ছবির উপরে মাউসে ক্লিক করে, তারপর স্ক্রল করলেই ছবি পরিবর্তন হবে)

Nice to know:
MRI এর পদ্ধতি, ইন্সট্রুমেন্টস ও বেসিক মেকানিজম ইত্যাদি জানতেঃ
১মত, http://www.mrprotocols.com/learnmri/index.html
২য়ত, http://www.mritutor.org/mritutor/
৩য়ত, http://www.drcmr.dk/BlochSimulator/ (BlochStimulator)

যারা আরও শিখতে চান তারা নিচের গুলো পড়তে পারেন-
বোরিং পাওয়ারপয়েন্ট স্লাইডসঃ http://www.slideshare.net/guest2…/magnetic-resonance-imaging
টেক্সট বুকঃ http://www.cis.rit.edu/htbooks/mri/
আরও টিউটরিয়ালঃ https://sites.google.com/site/mritutorial/

MRI ইতিহাস, অরগানাইজেশন ইত্যাদি তথ্য সংক্রান্ত বাকি সব তথ্য এর লিঙ্ক এই ওয়েবে পাবেনঃ
http://www.drcmr.dk/BlochSimulator/

ধন্যবাদ। টেকনিক্যাল সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।

Created by-
Tonmoy Shekhor Biswas
Editor, International Journal of MS, USA
Reviewer, British Medical Journal

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com
Related Post