X

অনুষ্ঠিত হলো “ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের রোযায় করণীয়” বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে মত বিনিময় সভা

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে রোজা। সারা বিশ্বের মুসলমানেরা আত্মশুদ্ধির জন্য পুরো বছর অধীর আগ্রহে অপেক্ষা করে এই রমজান মাসটির জন্য। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে প্রতিবছর রমজানে প্রায় ৪ থেকে ৫ কোটি ডায়াবেটিস রোগী রোজা রাখে। আমাদের দেশে প্রতি ১০০ জনের মাঝে ৮ জন ডায়াবেটিস রোগে আক্রান্ত যাদের অধিকাংশই রমজানে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখার যথাযথ উপায় সম্পর্কে অজ্ঞাত। আবার অনেক ডায়াবেটিস রোগী উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে আক্রান্ত। ধর্মীয় অনুভূতির কারণে রোজা রাখতে হয় কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে নানাবিধ জটিলতা স্বীকার হন এসব রোগীরা এবং যা কখনো কখনো রোগীর জীবন সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়।

এ প্রেক্ষিতে নিজেদের সামাজিক দায়বদ্ধতার প্রতি সম্মান জানিয়ে প্রতিবারের মত এবারো ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়াবেটিস ও হাইপারটেনশনে আক্রান্ত রোগীদের সচেতনতার স্বার্থে গতকাল ৩ জুন, ২০১৬ বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন হয়। স্বতঃস্ফূর্ত এ মত বিনিময় সভা সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এছাড়াও হাসপাতাল প্রাঙ্গনে সকাল ৯ টা থেকে প্রায় ২০০ জনের বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরামর্শ প্রদান করেন ডায়াবেটিক ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ডা: নওশের আজিমুল হক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা ন্যাশন্যাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিষ্ট বিশেষজ্ঞ ডাঃ কামাল পাশা, চীফ কনসাল্ট্যান্ট, ক্লিনিকার এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।

মত বিনিময় সভায় বক্তারা রমজানে ডায়াবেটিস ও হাইপারটেনশন নিয়ন্ত্রণে একমাত্র হাতিয়ার হিসেবে সুপরিকল্পিত জীবনযাপন ও চিকিৎসকদের নির্দেশনা পুরোপুরিভাবে মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়া এসময় অভিজ্ঞ ডায়েটেশিয়ান সামিরা খালেদ সুকৃতি রমজানে খাদ্য তালিকা কেমন হতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া এসময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ডা: মো: জাহেদুল আলম, পরিচালক (প্রশাসন), ডা: সিরাজুল ইসলাম মেডিকেল এন্ড হসপিটাল লি: এবং ডা: মো: নাজমুল হাসান-সি.ও.ও, ডা: সিরাজুল ইসলাম মেডিকেল এন্ড হসপিটাল লি:। এ অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল Novo Nordisk এবং অনলাইন পার্টনার হিসেবে ছিল, চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সবচেয়ে বড় গ্রুপ “প্ল্যাটফর্ম”।

পরিমার্জনায়: বনফুল

Banaful:
Related Post