X

ডা ইকবাল আনোয়ারঃআইসিডিডিআরবির হেলথ সিস্টেমের বৈজ্ঞানিক

ডা এটিএম ইকবাল আনোয়ার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) হেলথ সিস্টেম এবং পপুলেশন সায়েন্স ডিভিশনের একজন বৈজ্ঞানিক। একই সাথে তিনি আইসিডিডিআরবির ইউনিভার্সাল হেলথ কাভারেজের প্রজেক্ট ডিরেক্টর পদে কর্মরত।

ইকবাল আনোয়ার ১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর ১৫ বছর তিনি বাংলাদেশ সরকারের হয়ে কাজ করেন। এই সময়কালে তিনি সম্প্রসারিত  কর্মসূচি, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট  এবং Thana Functional Improvement Pilot Project এ কাজ করেন। ১৯৯৬-৯৭ সালে তিনি বেলজিয়ামের ফ্রি ইউনিভার্সিটি থেকে রোগতত্ত্বে মপিএইচ সম্পন্ন করেন।

২০০০ সালে তিনি সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর হিসেবে আইসিডিডিআরবিতে কাজ করেন। ২০০৭ সালে সহযোগী  বৈজ্ঞানিক পদে পদোন্নতি পান। ২০০৭ সালে তিনি লন্ডন স্কুল অফ হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিনে পিএইচডি করতে যান। ২০১২ সালে তিনি Maternal Health and Health Systems এ পিএইচডি সম্পন্ন করেন। ২০১৩ সালে বৈজ্ঞানিক পদে উন্নিত হন। তিনি গরীব মানুষের জন্য কিভাবে সাশ্রয়ীমূল্যে সেবা পৌঁছে দেওয়া যায় সে নিয়ে তিনি কাজ করছেন।

একই সাথে তিনি ব্র্যাকের জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এবং বিএসএমএমইউতে ক্লাশ নেন জনস্বাস্থ্যের উপর।

তার কিছু গবেষণাপত্রঃ

  • Anwar I,Nababan Herfina, Mostari Shabnam, Rahman Aminur, Khan Jahangir M.  Trends and Inequities in Use of Maternal Health Care Services in Bangladesh, 1991-2011. PLOS One Journal. 2015 March 23.
  • HawkesS, K Aulakh B, Jadeja N, Jimenez M, Buse K, Anwar I, Barge S, Odubanjo MO, Shukla A,Ghaffar A, Whitworth  Strengthening capacity to apply healthresearch evidence in policy making: experience from four countries. Health Policy Plan. 2015 Apr 21.

 

  • Ahmed, SuedMasud Alam, Bushra BinteAnwar I, Begum Tahmina, Huque Rumana, Khan, JahangirAM, Nababan Herfina, Osman, Ferdaus  Bangladesh Health System Review. 2015. Vol.5 No.3
  • ColbournT, Lewycka S, Nambiar B,Anwar I, Phoya A, Mhango  Maternal mortality in Malawi, 1977-2012. BMJ Open. 2013 Dec 18;3(12):e004150. doi:10.1136/bmjopen-2013-004150.
  • RahmanA, and Anwar I. Behaviour Change Communications during Antenatal Visits Using Pictorial Cards Improves Institutional Delivery Rates: Evidence from Matlab, Bangladesh. International Journal of Tropical Disease & Health. 2013 July; 3(3): 242-256.
  • ChowdhuryM E, Alam N, Anwar I, Ahmed A, Saidel T, Mallick P S, Kelly R, Streatfield P K . Assessment of non-marital sexual behaviours of men in Bangladesh: a methodological experiment using a modified confidential ballot-box method. International Journal of STD & AIDS 2012; 23: e13-e17
  • Anwar I.Perceptions of quality of care for serious illness at different levels of facilities in a rural area of Bangladesh.J Health Popul Nutr. 2009;27(3):396-405.
  • KalimN, Anwar I, Khan J, Blum LS, Moran AC, Botlero R, Koblinsky  Postpartum haemorrhage andeclampsia: differences in knowledge and care-seeking behaviour in two districts of Bangladesh. J Health Popul Nutr. 2009;27(2):156-69.
  • Anwar I,Kalim N, Koblinsky  Quality of obstetric care in public-sector facilities and constraints to implementing emergency obstetric care services: evidence from high- and low-performing districts of Bangladesh. J Health Popul Nutr. 2009;27(2):139-55.
  • MridhaMK, Anwar I, Koblinsky  Public-sector maternal health programmes and services for rural Bangladesh. J Health Popul Nutr. 2009;27(2):124-38.
  • KoblinskyM, Anwar I, Mridha MK, Chowdhury ME, Botlero  Reducing maternal mortality and improving maternal health: Bangladesh and MDG 5. J Health Popul Nutr. 2008;26(3):280-94. Review.
  • Anwar I, Sami M,Akhtar N, Chowdhury ME, Salma U, Rahman M, Koblinsky  Inequity in maternal health-care services: evidence from home-based skilled-birth-attendant programmes in Bangladesh. Bull World Health Organ. 2008;86(4):252-9.
rajat:
Related Post