X

৫৮ বছরে পদার্পন করলো ঢাকা ডেন্টাল কলেজ

ঢাকা ডেন্টাল কলেজ

১৯৬১ সনে তদানিন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক গভর্নরের জরুরি নির্দেশে ঢাকা মেডিকেল কলেজের তৎকালীন অ্যাডমিনিস্ট্রেটর কর্ণেল এম এম হক সাহেব ঢাকা মেডিকেল কলেজে সর্বপ্রথম বিডিএস কোর্স চালু করেন। ডেন্টাল কলেজ প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ ভূমিকা ও অবদানের জন্য তাকেই এ কলেজের প্রতিষ্ঠাতা বলা হয়। ১৯৬১ সালের আগস্ট মাসে শুধুমাত্র ৬ জন ছাত্র নিয়ে ঢাকা মেডিকেল কলেজে সর্বপ্রথম যখন বিডিএস কোর্স চালু হয়, তখন এই প্রতিষ্ঠান ছাড়া এর নিজস্ব কোন স্থান বা রুম, কর্মচারী, ডাক্তার, শিক্ষক, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি কিছুই ছিল না।

শিক্ষার্থীদের জন্য এনাটমী বিভাগের নিচতলার লাশ কাটা ঘরের সামনে ছোট একটি রুম দেওয়া হয়। এ কক্ষটিই ডেন্টাল কলেজের জন্য সাময়িক বরাদ্দকৃত প্রথম রুম বলে ইহাকে আধুনিক ঢাকা ডেন্টাল কলেজের আঁতুড়ঘর বলা হয়।

১৯৬১ সনের ১৫ সেপ্টেম্বর শুক্রবার, একটি ফিজিওলজি ক্লাস দিয়ে ডেন্টাল কলেজে ছাত্রদের শিক্ষাজীবন শুরু হয়। মরহুম ডাঃ আইয়ুব আলী স্যার ঐ ক্লাসটি নিয়েছিলেন। ঐ সালের সেপ্টেম্বর মাসে শ্রদ্ধেয় অধ্যাপক ডাঃ আবু হায়দার সাজেদুর রহমান সাহেব(যিনি মাস্তানা স্যার বলেই বেশি পরিচিত) লাহোর থেকে বিডিএস করে এসেই এ কলেজে যোগ দেন এবং ডেন্টাল কেমিস্ট্রি পড়়াতে শুরু করেন।

এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের আউটডোরের ৩য় তলায় বছরে ২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করার ব্যবস্থা রেখে ঢাকা ডেন্টাল কলেজের বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে যায়। ২০ অক্টোবর ১৯৬২ সালে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক মোঃ আসিরুদ্দিন স্যারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ডেন্টাল কলেজের অনারারী অধ্যক্ষ নিযুক্ত করা হয়। এর আগে মেডিকেল কলেজের অধ্যক্ষ বা প্রধানগণ ডেন্টাল কলেজের দেখাশুনা করতেন।

৩য় ব্যাচ অবধি এ কলেজে কোন ছাত্রীশূন্য ছিল। ৪র্থ
(ডি-৪) ব্যাচে প্রথম ২জন ছাত্রী ভর্তি হন। তারা হলেন অধ্যাপিকা ডাঃ আজিজা বেগম ও ডাঃ হাসমত আরা।
৪র্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে প্রথম এসেছিলেন সানাউল্লাহ মিয়া। প্রথমদিকে নিযুক্ত হওয়া দুইজন টেকনিশিয়ান হলেন, জনাব মোঃ ফজলুল হক ও মরহুম বশিরউদ্দিন।

ফেব্রুয়ারি ১৯৬৬ সালে এ কলেজের প্রথম ডাক্তার ব্যাচ ডি-০১ বের হয়।
৪ এপ্রিল,১৯৬৪ সালে ঐ সময়ের ছাত্র অধ্যাপক ডাঃ ইমাদুল হক এর ডিজাইন করা ঢাকা ডেন্টাল কলেজের মনোগ্রামটি অফিশিয়ালি অনুমোদিত হয়।

পরবর্তী সময়ে কয়েক দফায় ছাত্রছাত্রীদের আসন সংখ্যা বাড়ানো হয়। ক্রমবর্ধমান এ প্রতিষ্ঠানে স্থান সংকুলান না হওয়ায় এবং নিজস্ব জায়গায় ছাত্র-ছাত্রীদের নিজস্ব হোস্টেল, স্টাফ কোয়ার্টার ইত্যাদিসহ পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দেয়।
এসবের পরিপ্রেক্ষিতে দেশে একটি স্বয়ংসম্পূর্ণ ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ঢাকার মিরপুরে ৫ একর জমি বরাদ্দ করে এবং “ওপেক” এর আর্থিক সহায়তায় প্রথম পর্বে কলেজ ও প্রশাসনিক ভবন, ছাত্রী নিবাস ও কয়েকটি কোয়ার্টার নির্মাণের সিদ্ধান্ত হয়। ১২ কোটি টাকার এ প্রজেক্টটি ১৯৮৭-৮৮ অর্থ বছরে গৃহীত হয়। এ প্রজেক্টের ডাইরেক্টর হিসেবে তখনকার অধ্যক্ষ ডাক্তার আশরাফ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিযুক্ত করা হয়।
১৯৯৪সালে ঐ প্রজেক্টের কাজ শেষ হয় এবং ৬ই এপ্রিল নতুন কলেজটির উদ্বোধন করা হয়।

সংক্ষিপ্ত ও সংশোধিত
অধ্যাপক ডাঃ মোঃ ইমাদুল হক
(Humans of DDC থেকে সংগৃহীত)

প্ল্যাটফর্ম ফিচারঃ
শেখ লুৎফর রহমান তুষার
খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ

Platform:
Related Post