X

৩য় পেশাগত পরীক্ষায় কুমিল্লা মেডিকেল কলেজের প্রশংসনীয় সাফল্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মে’২০১৮ সালের তৃতীয় পেশাগত পরীক্ষায় বরাবরের মতোই অসাধারণ সাফল্য অর্জন করেছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক)। গতকাল, ২৯শে আগষ্ট প্রকাশিত রেজাল্ট সূত্রে জানা যায়, প্রথম স্থান সহ গৌরবময় মোট ১০টি প্লেসের ৭টি-ই অধিকার করে নিয়েছে বৃহত্তর কুমিল্লার একমাত্র সরকারি মেডিকেল কলেজটি। সেই সাথে মোট ১৮ জন শিক্ষার্থী লাভ করেছেন এক বা একাধিক বিষয়ে অনার্স মার্ক। কুমেকের মোট পরীক্ষার্থী ছিলেন ১০৩ জন, তন্মধ্যে পাশ করেছেন ৮৯ জন, অর্থাৎ মোট পাশের হার ৮৬.৫%।

কুমিল্লা মেডিকেল কলেজের কৃতি ছাত্রী
মোসাম্মৎ মানজিয়া নুর ফার্মাকোলজি ও মাইক্রোবায়োলজিতে অনার্স সহ প্রথম স্থান অধিকার করেছেন। তিনি ইতঃপূর্বে প্রথম ও দ্বিতীয় পেশাগত পরীক্ষায়ও সমগ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছেন। এছাড়াও চতুর্থ,পঞ্চম,ষষ্ঠ,সপ্তম,অষ্টম ও দশম প্লেসও অর্জন করেছেন আলোচ্য মেডিকেল কলেজের কৃতি ছাত্র-ছাত্রীরা। অন্যদিকে, অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৪জন, যাদের অধিকাংশই খারাপ করেছেন ফার্মাকোলজী বিষয়ে।

১৯৮১-৮২ শিক্ষাবর্ষে প্রথমবার যাত্রা শুরু করা কুমিল্লা মেডিকেল কলেজ হতে এখন পর্যন্ত ২১টি ব্যাচ সাফল্যের সাথে স্নাতক ও ইন্টার্ণশীপ সম্পন্ন করেছে এবং ২২ তম ব্যাচ স্নাতক সম্পন্ন করে ইন্টার্ণশীপ করছে। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চমকপ্রদ ফলাফল করে আসছে এবং ইতোমধ্যে এই মেডিকেল কলেজের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী দেশে ও বিদেশে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন।

নিউজ ডেস্ক / এম. তাহমিদ উর রহমান।

সোনালী সাহা:
Related Post