X

২৪ ঘণ্টায় রংপুর মেডিকেলে ৭ জন করোনা রোগী শনাক্ত

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২০

রংপুর মেডিকেলের করোনা ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে- এমনটাই জানিয়েছেন রংপুর মেডিকেলের অধ্যক্ষ প্রফেসর ডা. নুরুন্নবী লাইজু।

শনাক্তদের মধ্যে নীলফামারী জেলায় ৩ জন, ঠাকুরগাঁ জেলার ২ জন, দিনাজপুর জেলার ১ জন এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন।

উল্লেখ্য গত ২রা এপ্রিল থেকে রংপুর মেডিকেল কলেজে রিয়েল টাইম পিসি-আর মেশিন দিয়ে করোনাভাইরাস পরীক্ষা শুরু করা হয়। আজ ১৭ এপ্রিল শুক্রবার পর্যন্ত রংপুরে মোট ৪৫ জনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্য সুস্থ হয়েছেন ৪ জন, তাদের সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। এই স্থানগুলো থেকে দেশের অন্যান্য অংশে মানুষ চলাফেরার কারণেই কোভিড-১৯ সারাদেশে ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

নিজস্ব প্রতিবেদক
মো. আব্দুল্লাহ আল মামুন

Platform:
Related Post