X
    Categories: COVID-19

১৪ এপ্রিল থেকে সাতদিনের কঠোর ‘লকডাউন’, প্রজ্ঞাপন জারি

প্ল্যাটফর্ম নিউজ, ১২ এপ্রিল, ২০২১, সোমবার

আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল, সাত দিনের জন্য চলাচল ও কার্যক্রমে বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার (১২ এপ্রিল) এসব বিধি-নিষেধ জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

গতবছরের শেষে এবং এ বছরের প্রথম দিকে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যেতে থাকলেও মার্চ থেকে সংক্রমণ বাড়তে থাকে। এরপর গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাত দিনের লকডাউন বা বিধি-নিষেধ জারি করে সরকার। জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অফিস চালু রেখে এ বিধি-নিষেধের মেয়াদ ১১ এপ্রিল রাত ১২টায় শেষ হয়েছে। প্রথম দফার এই ‘লকডাউনে’ গণপরিবহন ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও গত বুধবার শর্তসাপেক্ষে গণপরিবহনে চলাচলের অনুমোদন দেয় সরকার। আর শুক্রবার থেকে শপিংমল ও দোকানপাটও খোলা হয়।

কিন্তু দেশে এই চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও তা কার্যকর হয়নি বলে অভিযোগ রয়েছে। তাই আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল, সাত দিনের জন্য চলাচল ও কার্যক্রমে কঠোর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনের বিধিনিষেধ গুলো হলোঃ

★শপিংমলসহ সব দোকানপাট বন্ধ থাকবে।
★সকাল ৯টা-বিকাল ৩টা উম্মুক্তস্থানে কাঁচাবাজার বসবে।
★শিল্প-কারখানা নিজস্ব স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
★জরুরি সেবা বাদে সব পরিবহন বন্ধ থাকবে।
★জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।
★জুমা ও তারাবিহ বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়।
★সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

এসব বিধি-নিষেধ কঠোরভাবে পালনের জন্য সংশিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ
রাকিবুল হাসান শাওন

হৃদিতা রোশনী:
Related Post