X

হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশনের উদ্যোগে ঢামেকে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই, ২০২০, শুক্রবার

কোভিড-১৯ মহামারিতে অক্সিজেন সংকট নিরসনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন।  গতকাল (২ জুুন) ফাউন্ডেশনটির পক্ষ থেকে ডা. তাইফুর রহমান, ডা. আহমদ যুবাইর মাহ্দী, ডা. শাদলী সহ একটি প্রতিনিধি দল সিলিন্ডারগুলো হস্তান্তর করে।

আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বেশ ভয়াবহ। প্রতিদিন বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারির এই উদ্বেগজনক হারের কথা বিবেচনা করে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড- ১৯ আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে। সার্বিক সহযোগিতায় ছিলেন ফাইজা রহমান এবং ডা. সানজিদা সুলতানা।

প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা ছাড়াও, এই সংগঠনটি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন হাসপাতালে পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে। এছাড়া সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ করছে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন।

দূর্যোগে মানুষের পাশে থেকে, খাদ্য এবং চিকিৎসা এই দুটি চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।

Silvia Mim:
Related Post