X

সিলেটে চিকিৎসকদের বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দিচ্ছে ডা. সুমনের গাড়ি

প্ল্যাটফর্ম নিউজ,

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণে কাঁপছে গোটা বিশ্ব। সারা দেশের মত সিলেটেও চলছে লকডাউন। কিন্তু ডাক্তারদের সেবা দেওয়া তো থেমে নেই! তবে ডাক্তারদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সিলেটের ডাক্তারদের এই কষ্ট কিছুটা লাঘব করে দিলেন সিলেটেরই আরেক ডাক্তার সুমন লাল দে। ডা. সুমন নিজের একমাত্র গাড়িটি সিলেটের চিকিৎসকদের বিনামূল্যে হাসপাতালে যাতায়াতের জন্য ব্যবহার করতে দিয়েছেন। সকাল ৮ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সিলেট শহরের বিভিন্ন এলাকায় বসবাসরত ডাক্তাররা হাসপাতালে যাতায়াতের জন্য তাঁর গাড়িটি ব্যবহার করছেন। ডাক্তারদের যেমন সুবিধা হচ্ছে, পাশাপাশি তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে না। সিলেটের ডাক্তার সমাজ ওনার এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং আরও অনেকেই যেন এরকমভাবে এগিয়ে আসেন, সেই প্রত্যাশা করছেন। এ বিষয়ে ডা. সুমন বলেন,

“গত কয়েক দিন থেকে আমি বাসায় যাবার সময় প্রায়ই দেখেছি, ডাক্তাররা হেঁটে হেঁটে ডিউটি থেকে যাচ্ছেন। এই লকডাউন এর সময় তাদেরকে হাসপাতাল বা ক্লিনিক থেকে কোন গাড়ির ব্যবস্থা কেউ করছে না। আমি সিলেটের হাসপাতালগুলোতে ফোন করে জেনেছি, বেশির ভাগ হাসপাতাল ডাক্তারদের জন্য কোন পরিবহন সুবিধা দিচ্ছে না। তাদের এই অমানবিক কষ্টের কথা কেউ ভাবছেন না। তাই আমি আমার একমাত্র গাড়িটি সিলেটের ডাক্তারদের জন্য ফ্রি তে ব্যবহার করতে দিচ্ছি। শুধু ডাক্তারদের কষ্টের কথা ভেবেই এমন উদ্যোগ আমার।”

ডা. সুমন সিলেট ওমেন্স মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি একটি প্রাইভেট ক্লিনিকে নিয়মিত প্রাকটিস করেন। নিজের গাড়িটি এভাবে ব্যবহার করতে দেওয়ায় কোনো সমস্যা হচ্ছে কিনা প্রশ্নে তিনি জানান,

“আমি বেশির ভাগ সময় হাসপাতালেই থাকি। আর লকডাউন থাকায় ফ্যামিলির দরকার হচ্ছে না। তারচেয়ে যদি কয়েকজন ডাক্তারের উপকার করতে পারি, তাহলেই নিজেকে ধন্য মনে হবে। সিলেটের ডাক্তাররা হাসপাতাল বা ক্লিনিকে যাতায়াতের জন্য যদি গাড়ির প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই 01716870262 (ডা. সুমন) অথবা 01994653467 (চালক আরিফ) এ ফোন দেবেন। আমি যত দ্রুত সম্ভব আমার গাড়ি পাঠিয়ে দেবো।”

এই মহামারীর সময়ে আমরা সবাই এভাবে মিলে মিশে কাজ করলেই হয়ত সম্ভব একটা নতুন দিনের সুন্দর সকাল।

স্টাফ রিপোর্টার/ শরিফ শাহরিয়ার

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post