X

সবুজাভ প্লাজমা ফেলে দেওয়া কি উচিত?

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

সবুজাভ প্লাজমা দেখলেই সন্দেহ হবে। রোগীর ক্ষতি হতে পারে এই চিন্তায় ফেলেও দিতে পারেন অনেকে। কিন্তু ফেলে দেওয়া কি উচিত?

প্লাজমার এই অদ্ভুত কালারের কারণ অনেক কিছুই হতে পারে, তার মাঝে রয়েছে-

  • Contraceptive pill containing Estrogen,
  • Pregnancy,
  • Rheumatoid arthritis,
  • Sulfonamide drugs,
  • Raised Ceruloplasmin,
  • Raised copper এবং
  • Pseudomonus infection ইত্যাদি।

ডোনার সিলেকশন করার সময় এ কারণেই সব জেনে নেওয়াটা উচিত। এমন ব্যাগ যদি কেউ পেয়ে থাকেন তবে উনার উচিত সংশ্লিষ্ট ব্লাডব্যাংক কনসালটেন্টের সাথে পরামর্শ করা। ডোনারের তথ্য আর রোগের বর্ণনা যেমন থাকবে উনার কাছে তেমনি উনি হয়ত ব্যাগটি ব্লাডব্যাংক থেকে বের হওয়ার পূর্বে বাকি ক্ষতিকারক কারণগুলো সঠিকভাবে যাচাই করে নিয়ে থাকতে পারেন। আর যদি সেগুলা নাও থাকে তবে তিনি ব্যবস্থা নিতে পারেন, কারণ খারাপ কিছু থাকলে তা ডোনারের কাছে সঠিকভাবে তথ্য যাওয়াটাই কাম্য।

ইনফেকশন না থাকলে এবং সঠিক কারণ জানা গেলে (যেমন: OCP) এই প্লাজমা সাধারণ ভাবেই ব্যবহার করা সম্ভব। তবে এতে Hypercoagulative substance কিছুটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তাই কোন রোগীকে কি কারণে দেওয়া হবে তা পুনঃ যাচাই করার প্রয়োজন হতে পারে।

ডা. আশরাফুল হক
সহকারী অধ্যাপক
ব্লাড ট্রান্সফিউশন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

অংকন বনিক:
Related Post