X

সপরিবারে কোভিড-১৯ আক্রান্ত হলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

প্ল্যাটফর্ম নিউজ, ২ জুন ২০২০, মঙ্গলবার

সপরিবারে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান

সোমবার ফেসবুকে প্রকাশিত একটি স্ব-রেকর্ড করা ভিডিও বার্তায় পাশিনিয়ান তার সংক্রমণের ঘোষণা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গতকাল আমার করোনভাইরাস পরীক্ষা পজিটিভ ছিল।’ তিনি আরও যোগ করেন, তাঁর স্ত্রী- সাংবাদিক আন্না হাকোবায়ান এবং তাদের চার সন্তানও করোনা পজিটিভ। তাই সপরিবার আগামী কিছু দিন, সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকবেন। তিনি বলেন, তাঁর আপাতত ভাইরাসের কোনও “দৃশ্যমান উপসর্গ” নেই এবং তিনি বাড়ি থেকেই কাজ করবেন।

ফেসবুকের ভিডিও বার্তায় নিকোল পাশিনিয়ান

আর্মেনিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৯২। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সেদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইনটেনসিভ কেয়ার ইউনিট এর মধ্যে মাত্র কিছু সংখ্যক খালি আছে, সেটা খুব শীঘ্রই ভরে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে করোনা আক্রান্ত হন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখেইল মিশুসতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এরই মধ্যে তারা সুস্থ হয়ে ফিরেছেন।

তথ্যসূত্র/আল জাজিরা

Ruhana Auroni:
Related Post