X

সন্ধানী চমেক ইউনিটের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মত মরণোত্তর চক্ষু সংগ্রহ

১০ ফেব্রুয়ারি ২০২০: ৭ ফেব্রুয়ারী ২০২০ রোজ শুক্রবার সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো মরণোত্তর চক্ষু (কর্ণিয়া) সংগ্রহ করা হয়।

সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ডোনার ক্লাব ও সমাজকল্যাণ সম্পাদক ফাহিম শাহরিয়ার জানান কর্ণিয়া দাতা প্রয়াত মিসেস মালতী বড়ুয়া শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৭ বছর। তিনি পেশায় “চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল” এর একজন সেবিকা ছিলেন। মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছা ছিল নিজের চোখের কর্ণিয়া কাউকে দান করে যাবার। আর তাঁর এই ইচ্ছা পূরণেই এগিয়ে এলেন তাঁর ছেলে জনাব রূপম বড়ুয়া। তাই তিনি যোগাযোগ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ সন্ধানী ইউনিটের সাথে। অত:পর সন্ধানী চমেক ইউনিট টিম মুহুর্তের মধ্যে সেখানে পৌছে গিয়ে সফলতার সাথে তাঁর চোখের কর্ণিয়া সংগ্রহ করেন, যার সাহায্যে পরবর্তীতে কোনো দৃষ্টিহীন ব্যক্তি হয়ত দেখতে পাবে নতুন পৃথিবী।

নিজস্ব প্রতিবেদক/হৃদিতা রোশনী

Platform:
Related Post