X

শোক দিবসে বিএসএমএমইউতে স্বেচ্ছায় কনভালেসেন্ট প্লাজমা ডোনেশন কর্মসূচি পালন

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ ই আগস্ট, ২০২০, সোমবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর স্মরণে গত ১৫ ই আগস্ট, শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় কনভালেসেন্ট প্লাজমা ডোনেশন কর্মসূচি উদ্বোধন করা হয়।

ছবিঃ শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলন

এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সন্ধানী, কেন্দ্রীয় পরিষদের সহায়তায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য চিকিৎসক মন্ডলী ও সন্ধানীর কর্মকর্তাগণ।

ছবিঃ শোক দিবসে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি’র নির্দেশে এবারই প্রথম বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল সাড়ে ৮টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রোগী দেখেন। সকাল ১০টায় হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরীক্ষা-নিরীক্ষা সেবা প্রদান, করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য কনভালেসেন্ট প্লাজমা ডোনেশন উদ্বোধন কর্মসূচি পালিত হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বি ব্লকে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, বাদ ফজর থেকে জোহর পর্যন্ত কেন্দ্রীয় মসজিদে কোরআন খানি ইত্যাদি।

উক্ত অনুষ্ঠানটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হল, ব্লক বি থেকে সরাসরি সম্প্রচারণ করা হয়েছে।

Sadia Kabir:
Related Post