X

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে ওয়ার্ল্ড র‍্যাবিস ডে পালিত।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে আজ শনিবার সকাল ১০ টায় র‌্যাবিস ডে উপলক্ষে সায়েন্টেফিক সেমিনার, সিগনেচার ক্যাম্পেইন, জনসচেতনতা সৃষ্টির জন্য র‌্যালী এবং হ্যান্ডবিল বিলি করা হয়। সকাল ১০ টায় সায়েন্টেফিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আফরোজা বুলবুল। এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. ওয়াদুদ মোস্তফা, ফেজ-১ ফেজ-২ কোর্ডিনেটর, প্রতি বিভাগের বিভাগী প্রধান সহ সকলবিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সায়েন্টিফিক সেমিনারটি সঞ্চালন করেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা.আব্দুস সালাম। শুরুতে র‌্যাবিস এপিডেমিওলজি এবং বাংলাদেশে র‌্যাবিসের বর্তমান অবস্থা তুলে ধরেন প্ল্যাটফর্ম প্রতিনিধি এবং কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ডা. তানজিমুল ইসলাম। র‌্যাবিসের ভাইরোলজি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফা আকতার। র‌্যাবিস প্রতিরোধ এবং চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইমরান।

সায়েন্টিফিক সেমিনার শেষে কলেজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয় যা শহর প্রদক্ষিণ করে। র‌্যালী থেকে জনসচেতনতা সৃষ্টির জন্য হ্যান্ডবিল বিলি করা হয় এবং র‌্যাবিস সংক্রামণ প্রতিরোধে ব্রিফ করা হয়। এবছর প্ল্যাটফর্ম ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপী র্যাবিস ডে পালন করা হয়।

 

প্ল্যাটফর্ম ওয়েব:
Related Post