X

ময়মনসিংহ মেডিকেলে শুরু হয়েছে করোনা সনাক্তকরণ পরীক্ষা

০২ এপ্রিল, ২০২০ ইং

স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী ঢাকার ভিতরের সাতটি প্রতিষ্ঠানের পাশাপাশি এবার ঢাকার বাইরের চারটি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে করোনা ভাইরাস সনাক্তকরণ পরীক্ষা।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে করোনা শনাক্তকরণ RT-PCR টেস্ট শুরু হয়েছে। নমুনা সংগ্রহ করে আজকে দ্বিতীয় দিনের মত চলেছে করোনা সনাক্তকরণের কাজ। গতদিন ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়, এদের মধ্যে তিনজন হলেন নারী এবং টাঙ্গাইলের মধুপুর থেকে আসা একজন মৃত ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, নমুনা নেওয়া ৪ জনেরই ফলাফল এসেছে নেগেটিভ। নমুনা সংগ্রহের পর ফলাফল পেতে সময় লাগে ৩ ঘন্টা, কিন্তু স্থানীয় ভাবে এটি প্রকাশ করা হয় না।প্রতিদিন আইইডিসিআরের সংবাদ সম্মেলনে এই রিপোর্টগুলো প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

স্টাফ রিপোর্টার:
Related Post