X

মেডিসিন ক্লাব,মমেক ইউনিটের পক্ষ থেকে জামালপুরের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন

গত জুলাই মাসে অতিবর্ষণের ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয় । বিশেষত নদী অববাহিকার এলাকাগুলিতে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে খাদ্য, বিশুদ্ধ পানি প্রভৃতির জন্যে সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় । এই বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে এগিয়ে আসার সিদ্ধান্ত নেয় মেডিসিন ক্লাব,মমেক ইউনিট ।

গত ৪ আগস্ট মেডিসিন ক্লাব, মমেক ইউনিটের সদস্য এস এম রাকিব এবং সুস্ময় বন্যাকবলিত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৫ নম্বর নোয়ারপড়া ইউনিয়নের নতুনপাড়া এবং তাড়তাপাড়া গ্রাম পরিদর্শন করেন এবং ক্লাবের পক্ষ থেকে উক্ত এলাকাকে ত্রাণ বিতরণের জন্য নির্বাচিত করেন । অতঃপর শুরু হয় অনুদান সংগ্রহ । পর্যায়ক্রমে মমেক ছাত্রীনিবাস, ছাত্রনিবাস, ইন্টার্ন হোস্টেল এবং মেডিক্যাল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মেডসিনিয়ানরা আর্থিক অনুদান সংগ্রহ করেন এবং সকলের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে ।মেডিসিন ক্লাব,মমেক ইউনিটের সিনিয়র উপদেষ্টামণ্ডলীও আর্থিক অনুদানের পাশাপাশি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদানের মাধ্যমে মেডিসিনিয়ানদের উৎসাহ দেন এবং ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন ।

অবশেষে ১২ আগস্ট ২০১৬, শুক্রবার ত্রাণ বিতরণের কর্মসূচির জন্যে দিন ধার্য করা হয় । ত্রাণ হিসেবে  ৪০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ২০০ বোতল তেল, ২০০ প্যাকেট লবণ, ২০০ প্যাকেট মুড়ি, ২০০ প্যাকেট বিস্কুট, ৪০০ টি মোমবাতি, ২০০ টি ম্যাচ, পানি বিশুদ্ধিকরণের জন্যে ২১ কেজি ফিটকিরি, ১০০০ টি স্যালাইন প্যাকেট-প্রভৃতিজামালপুরের নতুনপাড়া ও তাড়তাপাড়া গ্রামের ২০০ টি বন্যাকবলিত পরিবারের কাছে পৌঁছে দেয়া হয় । ত্রাণ বিতরণকালে মেডিসিন ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব,মমেক ইউনিটের বর্তমান সভাপতি সুনন্দ সেন,সেমিনার সম্পাদক মেহেদি হাসান অনিক,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভাশীষ দত্ত,সহ সেমিনার সম্পাদক অজিত সরকার এবং কার্যকরী সদস্য তানজিম হোসাইন রনি এবং রাসেল আহমেদ লিখন । স্থানীয়ভাবে তত্ত্বাবধানে ছিলেন উক্ত এলাকার চেয়ারম্যান মোঃ বাদল মিয়া, মেম্বার ও পল্লী চিকিৎসক চাঁন ডাক্তার ওরফে জুয়েল ভাই ।

শুধুমাত্র রক্তের গ্রুপিং, রক্তদান ও একাডেমিক কর্মকাণ্ডেই মেডিসিন ক্লাব,মমেক ইউনিট সীমাবদ্ধ নয়, বরং এটির ব্যাপ্তি আরও বেশি-আরেকবার প্রমাণ করলেন মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ মেডিসিনিয়ানরা । এভাবেই সকলের ভালোবাসার মেডিসিন ক্লাব এগিয়ে যাবে বহুদূর- এই প্রত্যাশা সকলের ।

তথ্য ও ছবি ঃ সুনান্দ সেন, মমেক ইউনিট,মেডিসিন ক্লাব

 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

View Comments (1)

Related Post