X

মানবিক সহায়তা নিয়ে আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন

প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন ২০২০, সোমবার

গত ২০ মে (বুধবার) রাতে সুপার সাইক্লোন আম্ফানে আক্রান্ত হয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের দক্ষিন-পশ্চিমে অবস্থিত জেলা সাতক্ষীরা। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়, কয়েকটি স্থানে বাঁধ ভেঙ্গে ঘরবাড়ি, ফসলি জমি, চিংড়ির ঘের ভেসে যায়। করোনা ভাইরাসের লকডাউনের কারণে জনজীবন আগে থেকেই স্থবির ছিলো। তার উপর আম্ফানের আঘাতে জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে এবং সম্মুখীন হতে হয় বিপুল পরিমাণ ক্ষয় ক্ষতির। এমন পরিস্থিতিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্তদের দিকে মানবিক সহায়তার হাত বাড়ায় হেলথ ম্যানেজমেন্ট বিডি ফাউন্ডেশন।

তাদের মহতী উদ্যোগ ও অর্থিক সহায়তায় জরুরী ভিত্তিতে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ শুরু হয় বিপর্যস্ত অঞ্চলে। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেছেন নওয়াবেঁকী গ্রামের স্থানীয় ভলান্টিয়াররা। ঈদের পর সংগঠনটির নির্বাহী পরিচালক ডা. তাইফুর রহমান, মোস্তফা জোহায়ের, সাজ্জাদ হোসেন, ডা. ফয়সাল, পাভেলসহ একটি ভলেন্টিয়ার টিম ঢাকা থেকে এসে যোগ দেয়৷

সংগঠনটির ডিরেক্টর অপারেশন ডা. মাহদী মারফত জানা যায়, গত ১০ দিনে তারা শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, পেয়াজ, চিড়া সহ শুকনা খাবার বিতরণ করেছেন। ১০ সহস্রাধিক মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন রান্না করা খাবার ও খাবার স্যালাইন। এছাড়াও বেশ কিছু ক্ষতিগ্রস্ত ঘর, মসজিদ পুনর্নিমাণে ঢেউটিন, নগদ অর্থ প্রদান করা হয়।

আগামী কয়েক মাস সংগঠনটি দুর্গত এলাকার মাঝে ত্রাণ বিতরণ ও তাদের পুনর্বাসনের কাজ করবেন বলে জানা গেছে। এ ব্যাপারে তাদের সার্বিক সহায়তা করে চলেছেন উপজেলা চেয়ারম্যান, পুলিশ সুপার ও স্থানীয় জনপ্রতিনিধিগন।

Abdullah Al Maruf:
Related Post