X

ভুটানের প্রধানমন্ত্রী, MMC এর প্রাক্তন শিক্ষার্থী ডা. লোটে ‘র সাথে সৌজন্য সাক্ষাৎ

ভুটান এর থিম্পুতে নবাগত প্রধানমন্ত্রী শপথ গ্রহন পর পর সৌজন্য সাক্ষাৎ করেন বিএসএমএমইউ হেপাটবিলিয়ারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মামুন আল মাহতাব এবং ডাঃ নুজহাত চৌধুরী।


উল্লেখ্য নবাগত প্রধানমন্ত্রী ডাঃ লোটেরা সহ সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ এর প্রাক্তন মেডিকেল স্টুডেন্ট ছিলেন।

বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ডা. লোটে শেরিং। তিনি মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এমবিবিএস পাশ করে বাংলাদেশেই জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। ২০১৩ সালে তিনি সিভিল সার্ভিস থেকে অব্যাহতি নিয়ে রাজনীতিতে যোগদান করেন। এরপর প্রস্তুত দলটির নেতৃত্বে দিতে।

গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে তার ডিএনটি দল জয়লাভ করে চমক সৃষ্টি করে। বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রথম দফার নির্বাচনে হেরে ছিটকে পড়েন। অবশ্য তিনি পরাজয় স্বীকার করে নিয়েছেন।

ওয়েব টিম:
Related Post