X

বিশ্বের প্রথম এফডিএ অনুমোদিত কৃত্রিম প্যানক্রিয়াস(অগ্নাশয়)

‘মিনিমেড ৬৭০জি(670G) হাইব্রিড ক্লোজড লুপ সিস্টেম’ এফডিএর প্রথম অনুমোদিত এ ধরনের যন্ত্র। যা ২০১৬ সালে অনুমোদন পায়। এটি নিয়মিত গ্লুকোজ লেভেল মাপতে পারে এবং সে অনুযায়ী বেজাল ইন্সুলিন ডেলিভার করতে পারে।

প্রথমে ১৪ তদূর্ধ্ব বয়সী টাইপ-১ ডায়বেটিক রোগীদের জন্যে এটি নির্দেশিত ছিল।
এফডিএ রিভিউ-এর জন্যে জমা দেয়ার ৩ মাসের মধ্যেই অনুমোদন পেয়ে গিয়েছিল যন্ত্রটি।
সংস্থাটি ১২৩ জন টাইপ-১ ডায়বেটিক রোগীর উপরে তিন মাসের ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে এ যন্ত্রটি মূল্যায়ন করেছিল।

পরবর্তীতে এফডিএ ৭ থেকে ১১ বছর বয়সী রোগীদের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এ যন্ত্রের প্রচার স্থগিত করে।

কিছু দিন পর আবার ৭ থেকে ১৩ বছর বয়সী ১০৫ জন রোগীর উপর সফল পরীক্ষার মাধ্যমে যন্ত্রটিকে তাদের উপযোগী বলে ঘোষণা দেয়া হয়।ক্রনিক ডিজিজের রোগী বিশেষ করে ৭ থেকে ১৩ বছরের টাইপ-১ ডায়বেটিক রোগীদের সাচ্ছন্দ্যে জীবন কাটাতে সাহায্য করার লক্ষ্যে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ করা হয় যন্ত্রটি। যে সকল রোগীদের কিছুক্ষণ পর পর গ্লুকোজ পরীক্ষা করতে হয়,যা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায় এমন কি রাতে বারবার উঠে গ্লুকোজ পরীক্ষা করার জন্যে ঘুমের ক্ষতি হয় তাদের জীবন যাত্রার মান উন্নত করতে ভূমিকা রাখবে মিনিমেড ৬৭০জি।

মিনিমেড ৬৭০জি সিস্টেমের অন্তর্ভুক্তঃ
১.মেডট্রনিক্স মিনিমেড ৬৭০জি ইন্সুলিন পাম্প
২.ইনফিউশন প্যাচ
৩.সেন্সর

মেডট্রনিক্স মিনিমেডঃ এটি শরীরে লাগানো হয়।

কনফিউশান প্যাচঃ এটি ক্যাথেটারের ভিতর দিয়ে ইন্সুলিন সরবরাহ করে।

সেন্সরঃ এটি পরিমাপ করে শরীরে গ্লুকোজের পরিমান। যা ৭দিন পর্যন্ত টানা কাজ করতে পারে।

২০১৮ সালে ‘ইভারসেন্স কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টেম’ ১৮ তদূর্ধ্ব অর্থাৎ প্রাপ্ত বয়স্ক টাইপ-১ ডায়বেটিক রোগীদের জন্যে অনুমোদন দেয় এফডিএ।

ইভারসেন্স প্রযুক্তিতে ছোট একটি সেন্সর চামড়ার নিচে লাগানো হয়। যা ৯০দিন পর্যন্ত কাজ করে।ডায়বেটিক রোগীর শরীরে গ্লুকোজের পরিমান বেড়ে গেলে বা কমে গেলে মোবাইলের এপে নোটিফিকেশন চলে আসে।

মিনিমেড ৬৭০জি এর উল্লেখযোগ্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় নি। ৭ থেকে ১৩ বছরের সকলের জন্যে নিরাপদ বলা হয়েছে।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

তথ্যসূত্রঃ
১. https://www.fiercebiotech.com/medical-devices/fda-approves-medtronic-s-artificial-pancreas-world-s-first

২.https://www.fiercebiotech.com/fda-expands-use-medtronic-s-artificial-pancreas-to-younger-type-1-diabetics

Urby Saraf Anika:
Related Post