X

বিশুদ্ধ রক্তের অভাবে যেনো একজন মানুষেরও মৃত্যু না হয়: স্বাস্থ্যমন্ত্রী নাসিম

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম এমপি বলেন, রক্তের মধ্য দিয়ে জীবন প্রবাহিত হয়। স্বেচ্ছায় রক্তদান গুরুত্বপূর্ণ মানবিক কাজ। নির্ভেজাল বিশুদ্ধ রক্ত সংগ্রহের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে। বিশুদ্ধ রক্তের অভাবে যেনো একজন মানুষেরও মৃত্যু না হয়, আবার দূষিত রক্ত গ্রহণ করে মানুষ যাতে রক্ত বাহিত রোগে আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মাননীয় মন্ত্রী তাঁর বক্তব্যে রাঙ্গামাটিসহ কয়েকটি জেলায় পাহাড় ধ্বসে ৪ সেনা সদস্যসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও শোক প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যাতে এভাবে পাহাড় ধ্বসে মানুষের মৃত্যু না হয় সে জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে। আজ ১৪ জুন ২০১৭ইং তারিখ, বুধবার, দুপুর ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহের সেবা ব্যবস্থাপনা) ডা. কাজী জাহাঙ্গীর হোসাইন। আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আসাদুল ইসলাম। পরিচালনা করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন।

বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, রক্তের চাহিদা অনুযায়ী বছরে প্রায় ৬ লাখ ব্যাগ রক্ত সংগ্রহের উপর গুরুত্ব দিতে হবে। নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ ও রোগীর প্রয়োজনে তাৎক্ষণিকভাবে রক্ত পৌঁছে দিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর সাথে সংশ্লিষ্ট সকল সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে আরো তৎপর হতে হবে। নেগেটিভ গ্রুপের রক্ত যাতে রোগী তাঁর প্রয়োজনে যথা সময়ে পায় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Banaful:
Related Post