X

বিনামূল্যে দেশের দরিদ্র জনগণের মাঝে কোভিড-১৯ সনাক্তকরণ

প্ল্যাটফর্ম নিউজ, ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার

আজ ১ জুলাই (বৃহস্পতিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ এর সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা থেকে উপসচিব ড. বিলকিস বেগম এর স্বাক্ষরিত এক জরুরি নোটিশ দেয়া হয়। নোটিশে দেশে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনামূল্যে দেশের দরিদ্র জনগণের মাঝে কোভিড-১৯ সনাক্তকরণ বিষয়ে বলা হয়।

নোটিশে বলা হয়, দেশে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিনামূল্যে দেশের দরিদ্র জনগণের মাঝে কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠির একই পরিবারের একাধিক সদস্যদের করোনা সনাক্তকরণ কষ্টকর হয়ে যাচ্ছে। কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ সনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই মাস ২০২১ এর জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

Silvia Mim:
Related Post