X

বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্ট উইং আহ্বায়ক কমিটি গঠন

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ ডিসেম্বর ২০২০, বুধবার

৪৯তম মহান বিজয়ের দিবসের প্রথম প্রহরে “বিক্রমপুর-মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্টস উইং” এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিক্রমপুর- মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সভাপতি, সিনিয়র সহ- সভাপতি এবং সাধারণ-সম্পাদকের মতানুসারে “বিএমডিএস স্টুডেন্টস উইং” আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ছবিঃ বিএমডিএস কমিটি সদস্যবৃন্দ

কমিটির উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন বিক্রমপুর- মুন্সিগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. মোঃ মোস্তাক মাহমুদ, সাধারণ- সম্পাদক ডা. সেলিম মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আব্দুল মোমেন খান এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের মো. সিরাজুল ইসলাম।

ছবিঃ নব্য গঠিত আহ্বায়ক কমিটি

কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মোঃ নাইম মাহমুদ। যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মেডিকেল কলেজের মাজহারুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আলভিরা হোসাইন জেরী, ময়মনসিংহ মেডিকেল কলেজের ময়ূখ মোস্তফা। সদস্য সচিব আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের মুমতাহিনা খেয়া। যুগ্ম সদস্য সচিব ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের আলভিনা হোসাইন জেসি এবং এম আবদুর রহিম মেডিকেল কলেজ এর নোশিন শারমিলি জ্যোতি। এছাড়াও সদস্যপদে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা  রয়েছেন।

বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্ট উইং কমিটি গঠনের উদ্দেশ্য, শিক্ষার্থীরা যাতে নিজেদের প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াতে পারে এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা তৈরি করতে পারে। মুন্সীগঞ্জ জেলার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া, দুর্যোগকালীন ত্রাণ ও স্বাস্থ্য সহায়তা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির অন্যতম লক্ষ্য।

বিএমডিএস এর সহ- সভাপতি ডা. এস. এম. রাশেদুল হাসান (রাশেদ) বলেন,বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি আমাদের ভালোবাসার সংগঠন। এই সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে আমরা
বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি- স্টুডেন্ট উইং আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেই। আশা করছি আগামী দুই মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন কার্যক্রম সম্পূর্ণ হবে।”

বিএমডিএস এর আরেকজন সহ- সভাপতি ডা. রাশেদ আহমেদ বলেন, “নতুন কমিটিকে অনেক শুভেচ্ছা। আমরা আশা করছি, নতুন সদস্য দ্বারা গঠিত এই কমিটির মাধ্যমে আমরা আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্টুডেন্টস কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, বিক্রমপুর- মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি (বিএমডিএস) এর পথচলা শুরু হয় ২০১৭ সালে এবং ২০১৯ সালের ৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিক কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু হয়। বিএমডিএস এর সভাপতি হিসেবে আছেন ডা. মোস্তাক মাহমুদ এবং সাধারণ সম্পাদক ডা. সেলিম মৃধা। বর্তমানে কমিটির সদস্য ৫৪ জন এবং ২৭ টিরও ও বেশি মেডিকেল কলেজে প্রতিনিধি নিযুক্ত রয়েছেন।

Silvia Mim:

View Comments (1)

Related Post