X

বার্ধক্যজনিত কারণে বিএসএমএমইউ এর সাবেক ভিসির মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ অক্টোবর ২০২০, সোমবার

আজ ২৬ অক্টোবর, ২০২০ রোজ সোমবার বিএসএমএমইউ-এর সাবেক ভিসি এবং বিসিপিএস-এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. তাহির বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ সকাল ৮ ঘটিকায় তিনি নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শোক সংবাদ

অধ্যাপক ডা. মো. তাহির বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ানস এর কান্ট্রি এডভাইজর হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতির দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে এই কিংবদন্তি চিকিৎসকের বয়স ছিল ৯০ বছর। আজ সোমবার বাদ আসর শেষে তাঁকে সিলেটের কানাইঘাট উপজেলার ছোটদেশ গ্রামে নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তাঁর পরিবার।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে

Sadia Kabir:
Related Post