X

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পাবনা মেডিকেল কলেজে উদযাপিত হলো বিজয় দিবস ও শীতকালীন পিঠা উৎসব

১৭ ডিসেম্বর, ২০১৯

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল পাবনা মেডিকেল কলেজে চলে নানা আয়োজন। কলেজ সেজে উঠে লাল সবুজের আলোকসজ্জায়। সকাল ৮.৩০ ঘটিকায় ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দদের একটি র‍্যালি কলেজ থেকে পাবনা জেলা মুক্তমঞ্চের দিকে যায়। পাবনা জেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়। তারপর সকাল ১০.১৫ মিনিটে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

রচনা প্রতিযোগিতা সমাপ্তির পরপরই বিজয় দিবস উপলক্ষে পাবনা মেডিকেল কলেজ এর শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালীন এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। পাবনা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক নিরঞ্জন চন্দ্র বসাক এ আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠান আয়োজনে তাদের সহযোগিতা করেন ৮ম, ৯ম, ১০ম এবং ১১তম ব্যাচের শিক্ষার্থীগণ। এতে ক্যাম্পাসের সকল শিক্ষকগণ, ছাত্রছাত্রী এবং স্টাফগণ অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেন। ক্যাম্পাস পরিণত হয় প্রাণের মিলনমেলায়। ২৩ রকমের শীতের পিঠা, কাগজের ঘুড়ি, মাটির বাসনপত্রে আলপনা, ফটোফ্রেম ইত্যাদি সামগ্রীতে তারা তাদের পিঠার স্টলটি আকর্ষণীয় ভাবে সাজিয়ে তোলেন। একঘেয়েমির মেডিকেল পড়াশুনায় ছাত্রছাত্রীবৃন্দের এতো চমকপ্রদ আয়োজনের শিক্ষকগণ ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন ভবিষ্যতে এ ক্যাম্পাসে এরকম অভিনব আয়োজনের মাধ্যমে ছোট-বড়দের মধ্যে বৈষম্য দূর ও সম্পর্ক সুদৃঢ় হবে।

পিঠা উৎসব শেষে বেলা ১২.০০ ঘটিকায় তানিজা হায়দার সম্মেলন কক্ষ, পাবনা মেডিকেল কলেজে বিজয় দিবস উপলক্ষে একটি আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পাবনা মেডিকেল কলেজের সকল ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত থাকেন এবং তাদের বক্তব্য রাখেন।

স্টাফ রিপোর্টার /নাজমুন নাহার মীম

Fahmida Hoque Miti:
Related Post