X

বরিশালে আইসোলেশন ইউনিটে দ্বিতীয় রোগীর মৃত্যু

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০
বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ডেডিকেটেট ইউনিটে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কাশি ও গলাব্যথার উপসর্গ নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হওয়ার পর ২৪ ঘন্টা পার হতে না হতেই একই উপসর্গ নিয়ে আরেকজন রোগী মারা যায়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর, তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগীতে।

শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, “বৃহস্পতিবার ওই বৃদ্ধকে হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। গতকালই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
কিন্তু শুক্রবার সন্ধ্যায় তিনি মৃত্যু হয়েছে। পরীক্ষার রিপোর্ট এখনো হাতে আসে নি, তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না তিনি করোনা আক্রান্ত ছিল কিনা।”

নিজস্ব প্রতিবেদক/
শেখ লুৎফুর রহমান তুষার

Platform:
Related Post